কলকাতার উৎসবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

সিনেমার একটি দৃশ্য।ছবি: সংগৃহীত

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মুহাম্মদ কাইউমের সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ১৫ থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে এটি।

সাড়ে তিন বছরের চেষ্টায় দেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা। নভেম্বরের প্রথম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায় সিনেমাটি। পরবর্তী সময়ে চট্টগ্রামের সিনেমা হলেও প্রদর্শিত হয়েছে।

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার একটি দৃশ্য
ছবি: সংগৃহীত

ধ্রুপদি চিত্রলোক নিবেদিত এ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির, সুমী ইসলাম, সামিয়া আখতার, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। সংগীতায়োজন করেছেন সাত্যকি ব্যানার্জি।
এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান বলিউড তারকা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

গত বছরের এ উৎসবে বাংলাদেশ থেকে যোগ দিয়েছিল শবনম ফেরদৌসের পরিচালিত ছবি ‘আজব কারখানা’। গত বছরের এ উৎসবে ৪০টি দেশের ১৬৩টি ছবি অংশ নিয়েছিল। ছবিগুলোর মধ্যে ছিল ১০৩টি ফিচার ফিল্ম, ৫৮টি স্বল্পদৈর্ঘ্য। ৭১টি দেশের ১ হাজার ৬৯৮টি ছবি থেকে ১৬১টি ছবি বাছাই করা হয়েছিল।