তিশাকে কোথায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ফারুকী, তাই জানালেন
ভালোবেসে বিয়ে করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনিয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। আজ দাম্পত্য জীবনের ১৩ বছর পূর্তি। এই দিনে তাঁদের দুজনকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা দুজনও বিবাহবার্ষিকী উপলক্ষে একটি ফটোশুটে অংশ নিয়েছেন। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক বিবাহবার্ষিকীর ফটোশুটে
১ / ৫
২ / ৫
৩ / ৫
৪ / ৫
৫ / ৫