চোখের জল তোমায় চিৎকার করে ডাকছে মা...
বেশ কিছুদিন অসুস্থ থাকার পর গত রোববার মারা যান চিত্রনয়িকা পূজা চেরির মা ঝর্ণা রয়। অসময়ে মাকে হারিয়ে দিশেহার হয়ে পড়েছেন তরুণ এই নায়িকা। কোনো কিছুতেই মন বসাতে পারছেন না। নিজের ফেসবুকে মাকে নিয়ে নানান অনুভূতির কথা লিখছেন। সেখানে তিনি লিখছেন, চোখের জল চিৎকার করে তার মাকে ডাকছে।
ফেসবুকে নিজের আবেগ প্রকাশ করে পূজা চেরি লিখেছেন, ‘কখনো মুখ ফুটে বলতে পারিনি মামণি, কতটা ভালোবাসি তোমায়। দুইটা দিন চলে গেল, মনে হচ্ছে দুই যুগ তুমি নেই মা। যতবারই নিশ্বাস নিচ্ছি, প্রতিটা নিশ্বাস যেন খুঁজছে তোমায়।’
চিত্রনয়িকা পূজা চেরি শিশুশিল্পী হয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন। এরপর বড় পর্দায় নায়িকা হন তিনি। পেয়ে যান জনপ্রিয়তাও। পূজা চেরির শুটিংয়ে সব সময় মা ছায়া হয়ে পাশে থাকতেন।
মায়ের স্মৃতি মনে করে পূজা লিখেছেন, ‘আমার চোখের জল তোমায় চিৎকার করে ডাকছে। একটিবার এসো মা। না হলে পরের জন্মে কিন্তু তোমার মা হয়ে আমি আসব, পরে কিন্তু অনেক বকা দেব।’
মাকে একটিবার দেখার আকুতি জানিয়ে পূজা লিখেছেন, ‘মা মাগো রাতে যখন বালিশের সাথে মাথাটা ছোঁয়ালাম, তখন মনে হচ্ছিল, ইশসসস আর কেউ না দেখুক আমি যদি সব সময় তোমাকে দেখতে পারতাম। অন্তত কেউ কিছু বললে তোমার কাছে বিচার দিতে পারতাম। আমি তো তোমাকে দেখতে পারছি না মা, তুমি তো দেখছ।’ সব শেষে পূজা লিখেছেন, ‘শুধু আমায় পথ দেখিয়ে দিয়ো। তুমি মনে হয় বুঝতে পারছ কী বলছি আমি। ঠিক আছে? ভালো থেকো।’