‘জওয়ান’, ‘পাঠান’ বাংলায় বানালে কেউ দেখতেন না: পরমব্রত

পরমব্রত চট্টোপাধ্যায়ছবি: সংগৃহীত

বলিউড তারকা শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’, ‘পাঠান’ নিয়ে ভারত ছাপিয়ে বিশ্বজুড়েই বিস্তর চর্চা হয়েছে। কলকাতার দর্শকেরাও ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েছেন।

তবে বলিউড ও টালিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলছেন ভিন্ন কথা, তাঁর ভাষ্যে, সিনেমাগুলো বাংলায় নির্মিত হলে বাঙালিরা দেখতেন না। কলকাতা টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কাহানি’, ‘পরী’ অভিনেতা পরমব্রত বলেন, ‘বাঙালি দর্শকের দুই ধরনের আদর্শ রয়েছে। তাঁরা শাহরুখ খানের “জওয়ান” ও “পাঠান” দেখবে কিন্তু তেমন সিনেমা বাংলায় বানালে কেউ দেখবেন না।’
পরমব্রত এটাও বলেছেন, ‘পাঠান’ সিনেমাটি তিনি দেখেছেন, সিনেমাটি তাঁর ভালো লেগেছে। ছবিটি বেশ মজার।

বলিউড ও টালিউডের সিনেমা ব্যবসার পার্থক্য তুলে ধরতে গিয়ে এই উদাহরণ টেনেছেন তিনি। টালিউডের বাইরে ‘কাহানি’ ‘পরী’, ‘আরণ্যক’, ‘মুম্বাই ডায়েরিস’–এর মতো বলিউডের সিনেমায়ও পাওয়া গেছে পরমব্রতকে।

গত সোমবার দুপুরে বিয়ে করেছেন ৪৩ বছর বয়সী অভিনেতা পরমব্রত। তাঁর স্ত্রী মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সেরেছেন তিনি। তাঁদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সহকর্মী থেকে অনুরাগী, কলকাতা থেকে ঢাকা—সবার শুভেচ্ছায় ভাসছেন তাঁরা।

আরও পড়ুন