যেসব হলে ‘বিউটি সার্কাস’

জয়া আহসান সিনেমাটিতে সার্কাসকন্যা ‘বিউটি’ চরিত্রে অভিনয় করেছেন

অবশেষে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘বিউটি সার্কাস’। সার্কাসের দলপতি হয়ে এক অদম্য নারীর টিকে থাকার লড়াই ও প্রতিশোধের গল্প ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার পরিচালিত ছবিটি আগামীকাল ১৯টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।
পরিবেশক সূত্রে জানা যায়, আগামীকাল থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্স—বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স—এস কে এস টাওয়ার মহাখালী, স্টার সিনেপ্লেক্স—বিজয় সরণি, স্টার সিনেপ্লেক্স—সনি স্কয়ার মিরপুর, ব্লকবাস্টার সিনেমাস—যমুনা ফিউচার পার্ক, লায়ন সিনেমাস—কদমতলী (কেরানীগঞ্জ), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স—সিলেট, সিলভার স্ক্রিন—চট্টগ্রাম, মম ইন—বগুড়া, পূরবী—ময়মনসিংহ, বিজিবি—সিলেট, তাজ সিনেমা—নওগাঁ, সংগীত সিনেমা—খুলনা, মর্ডান সিনেমা—দিনাজপুর, পান্না সিনেমা—মুক্তারপুর, রাজ সিনেমা—কুলিয়ারচর, মাধবী সিনেমা—মধুপুর, আনন্দ সিনেপ্লেক্স—গুরুদাসপুর ও রাজিয়া সিনেমা—নাগরপুরে এই ছবি দেখা যাবে।

আগামীকাল ১৯টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে বিউটি সার্কাস’

‘বিউটি সার্কাস’–এর মধ্য দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে মাহমুদ দিদারের। ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘“বিউটি সার্কাস” ভরপুর বিনোদন ও প্রতিশোধের এক গল্প। সার্কাসকে কেন্দ্র করে এক সাহসী নারীর লড়াই। আমরা মনে করি, এ চলচ্চিত্রটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো। এক মুহূর্তও পর্দা থেকে চোখ ফেরাতে পারবেন না দর্শক। সবাইকে আমন্ত্রণ। বাংলাদেশ মাতুক “বিউটি সার্কাস”–এ।’

‘বিউটি সার্কাস’–এর মধ্য দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে মাহমুদ দিদারের

২০১৪-১৫ অর্থবছরের সরকারের অনুদান পাওয়া সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি। ২০০ জনের নির্মাণসঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে নওগাঁর সাপাহার গ্রামে চিত্রধারণের কাজ করেন পরিচালক। এ জন্য বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রামীণ মেলার আয়োজন করেন পরিচালক।

‘বিউটি সার্কাস’–এর একটি দৃশ্যে হুমায়ুন সাধু ও জয়া আহসান

‘বিউটি সার্কাস’–এর মধ্য দিয়ে দেড় বছর পর দেশের বড় পর্দায় ফিরছেন জয়া আহসান। জয়া আহসান সিনেমাটিতে সার্কাসকন্যা ‘বিউটি’ চরিত্রে অভিনয় করেছেন। জয়া আহসান ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ুন সাধু প্রমুখ। সরকারি অনুদানের এই ছবির প্রযোজনা সহযোগী ইমপ্রেস টেলিফিল্ম।