অবশেষে সেন্সর ছাড়পত্র পেল ‘৫৭০’; পরিচালক বললেন, ‘আমার জন্য দুঃখজনক’

‘৫৭০’ সিনেমাটি সেন্সর পেয়েছে। ছবি: সংগৃহীত

গত বছর সিনেমাটি মুক্তির কথা ছিল। সিনেমাটির পরিচালক গত বছর জুলাই মাসে সেন্সর সনদের জন্য জমা দিয়েছিলেন। তার পরে সিনেমাটির বেশ কিছু জায়গায় বেশ কবার সংশোধন করার কথা বলা হয়েছিল সেন্সর বোর্ড থেকে। এভাবে একের পর এক সংশোধন করতেই লেগে যায় ছয় মাস। অবশেষে ফেব্রুয়ারির ১১ তারিখে সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে। এখন সিনেমাটির মুক্তি নিয়ে এগোতে চান পরিচালক আশরাফ শিশির।

পরিচালক আশরাফ শিশির। ছবি: ফেসবুক

পরিচালক আশরাফ শিশির বলেন, ‘আমাদের একবার অফিশিয়াল কারেকশন দেওয়া হয়েছিল। পরে মৌখিক কারেকশন দেওয়া হয়েছিল বেশ কবার। গল্পের সঙ্গে সামঞ্জস্য হলেও বেশ কিছু অংশ কেটে ফেলতে হয়েছে, যা ছিল ঐতিহাসিকভাবে সত্য ঘটনা। আমাদের এখন কাটছাঁট করেই সিনেমাটি দর্শকদের দেখাতে হচ্ছে। এটা আমার জন্য দুঃখজনক। ৫ থেকে ৬ মিনিট কেটে ফেলা হয়েছে। ভেতরেও পরিমার্জন আছে।’
পরিচালক আশরাফ শিশির জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার নির্মমভাবে হত্যা করা হয়। সেই ঘটনার পরবর্তী ৩৬ ঘণ্টায় কী কী ঘটেছিল, সেটা উঠে এসেছে ‘৫৭০’ সিনেমায়।

সিনেমার একটি দৃশ্যে বাপ্পী চৌধুরী। ছবি: পরিচালকের সৌজন্যে

পরিচালক আশরাফ শিশির জানান, সিনেমাটি নিয়ে এখন প্রযোজকের সঙ্গে বসবেন। পরে সিদ্ধান্ত নেবেন মুক্তির। তিনি বলেন, ‘আগামী মার্চে জাতির পিতার জন্মদিন রয়েছে; সেই দিন উপলক্ষে অথবা আগস্টের শোকদিবসে মুক্তি দিতে চাই। তবে আমরা চাইছি শিগগিরই সিনেমাটি দর্শকদের দেখাতে।’ আশরাফ শিশিরের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘গাড়িওয়ালা’, ‘গোপন’, ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’ ও ‘আমরা একটা সিনেমা বানাব’।

সিনেমায় অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা মাসুম আজীজ। ছবি: পরিচালকের সৌজন্যে

সিনেমাটি প্রযোজনা করেছে সিনেবাজ ফিল্মস। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, প্রয়াত মাসুম আজিজ, স্বাধীন খসরু, কাজী রাজু, সুমনা সোমা, সুজাত শিমুল, এলিনা শাম্মী, সানসি ফারুক, অরণ্য রানা, কল্লোল চৌধুরীসহ শতাধিক অভিনয়শিল্পী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ।