সুনামগঞ্জ থেকে চট্টগ্রামে ‘সুড়ঙ্গ’

‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে আফরান নিশোর বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা
ছবি : সংগৃহীত

ফেব্রুয়ারির শেষ দিনে জমকালো আয়োজনে হয়েছিল ‘সুড়ঙ্গ’র মহরত। চরকি ও আলফা আই স্টুডিওজের এই সিনেমা দিয়েই বড় পর্দায় আসছেন আফরান নিশো। মার্চের প্রথম সপ্তাহেই শুটিং শুরু করেন রায়হান রাফী। সুনামগঞ্জের দুর্গম এলাকায় দিন দশেক শুটিং করে ফিরে আসে টিম। এবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের কাজ। এই পর্বের জন্য নির্মাতা-শিল্পী-কলাকুশলীরা উড়াল দিয়েছেন চট্টগ্রামে।

আরও পড়ুন

প্রেক্ষাগৃহের জন্য নির্মীয়মান এই সিনেমায় নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। ওটিটি, টিভি, ইউটিউব—নানা মাধ্যমের বিভিন্ন কনটেন্টের জন্য বহুবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন নিশো। তবে বড় পর্দার জন্য এই প্রথম।

‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিংয়ে নিশো
ছবি : চরকির সৌজন্য

শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাইলে বলেন, ‘অবশ্যই অন্য রকম একটা অনুভূতি কাজ করছে। এটা আমার প্রথম সিনেমা। সুনামগঞ্জের দুর্গম এলাকায় আমরা সবাই মিলে প্রায় ১০ দিন শুট করেছি। সবার থাকা-খাওয়ার খুব কষ্ট ছিল। আমাদের সবার অনেক পরিশ্রম হলেও ভিজ্যুয়ালি বা পারফরম্যান্সে দর্শক উপভোগ্য, রুচিশীল, মার্জিত কিছু দেখতে পাবেন।’

চরিত্রটি কতটা চ্যালেঞ্জিং? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পরিচালক রাফীর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আমি সব সময় চেষ্টা করি, পরিচালকের সঙ্গে আরাম করে কাজ করতে। এ জন্য আমরা অনেক আলোচনা করে জেনে-বুঝে কাজটা করেছি।’ নিশো জানান, ‘এখনো দুই পর্যায়ের শুটিং বাকি আছে। যে পরিশ্রম করছি, সেটা দর্শক আমাদের কাজে দেখতে পাবেন।’

ওটিটিতে আলোচিত অভিনেত্রীদের একজন এখন তমা মির্জা। সুড়ঙ্গর শুটিংয়ের অভিজ্ঞতা বিষয়ে তিনি বলেন, ‘অনেক বছর পর এ রকম কষ্ট করে শুটিং করেছি। শুধু আমি নই, পুরো টিম শুটিংটা করতে গিয়ে অনেক কষ্ট করেছে। তারপরও শান্তির জায়গা একটাই যে আমরা যতটুকু শুট করেছি, তাতে কোনো কম্প্রোমাইজ করিনি। যা–ই হোক না কেন, দিন শেষে কাজটা যে ভালো হচ্ছে, এটাই আমাদের পাওয়া।’

আরও পড়ুন

নিশোর সঙ্গে কাজ করে কেমন লেগেছে, জানতে চাইলে তমা মির্জা বলেন, ‘এই সিনেমায় আমার চরিত্রটা একটু ট্রিকি। পরিচালক রাফীর সঙ্গে আমার আগে বেশ কিছু কাজ হয়েছে। তিনি খুবই হেল্পফুল। নিশো ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, তিনি আমার কাজটাকে আরও সহজ করে দিয়েছেন।’

পরিচালক রায়হান রাফী বলেন, ‘“সুড়ঙ্গ” সিনেমার প্রথম কিস্তির শুটিং শেষ করেছি। এই কিস্তিতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লোকেশন। একদম ভারত-বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে শুট। সেখানে বছরের অর্ধেক সময় পানি থাকে, বাকি সময় মাটি। সেখানে সেট বানানো, শুট করা পুরো ব্যাপারটাই ছিল কষ্টের। প্রায় ২০০ জনের টিম নিয়ে সেখানে কাজ করাটা আমার জন্য বিশাল এক চ্যালেঞ্জ। এখন আমরা দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু করব। এবারের শুটিং আমাদের জন্য আরও কঠিন হবে।’