এফডিসির সঙ্গে পরিচালক, নায়ক, নায়িকার চুক্তি সম্পন্ন হলো
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং এফডিসির প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবি ‘চাদর’। আগেই ছবিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল জাকির হোসেনকে। আজ জানা গেল ছবির নায়ক-নায়িকার নাম। ছবিটির নির্মাণকাজ শুরুর করার জন্য এফডিসির সঙ্গে ছবির পরিচালক জাকির হোসেন, নায়ক সাইমন সাদিক, নায়িকা শবনম বুবলী ও একটি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য মুনিরা মিঠুর আনুষ্ঠানিক চুক্তি হলো। বৃহস্পতিবার দুপুরে এফডিসিতে এই চুক্তি সম্পন্ন হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। তিনি বলেন, ‘আমরা চুক্তি স্বাক্ষর করেছি। কারণ, চুক্তি না হলে কাজ শুরু করা যাবে না। অনেক বছর পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এফডিসি ছবি প্রযোজনা করছে। আমরা শিগগিরই একটি অনুষ্ঠান করে সবাইকে বিস্তারিত জানাব।’
চুক্তি স্বাক্ষর করার পর সাইমন সাদিক বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় বিষয়। কারণ, অনেক দিন পর এফডিসি ছবি প্রযোজনা করতে যাচ্ছে। আর সেই ছবিতে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এটি আমার জন্য বড় অর্জন।’ এই অভিনেতা আরও বলেন, ‘রাজু স্যারের(জাকির হোসেন) হাত ধরেই ২০১২ সালে সিনেমায় অভিষেক হয় আমার। সেই স্যারের হাত ধরেই এফডিসির ছবিতে কাজের সুযোগ। এটি আমার জন্য আনন্দের, গর্বের।’ ছবিতে সাইমন একজন কবির চরিত্রে অভিনয় করবেন, যার নাম মান্দাস।
ছবিতে জরি চরিত্রে অভিনয় করবেন বুবলী। তিনি বলেন, ‘আজ চুক্তি করলাম। এটি আমার জন্য বড় পাওয়া। একটা ইতিহাসের অংশ হতে পারলাম। নিজের কাছে শান্তি লাগছে। সুন্দর করে যেন কাজটি করতে পারি, এ জন্য দোয়া চাই। কারণ, চরিত্রটিতে কাজের সুযোগ আছে।’ এই অভিনেত্রী আরও বলেন, ‘এফডিসিকে শিল্পীরা নিজের ঘর মনে করেন। সেই ঘর থেকে আবার সিনেমা নির্মাণ শুরু হলো। এটি সিনেমার জন্য আশীর্বাদ, নিজের জন্যও আশীর্বাদ।’
১২ সেপ্টেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হবে। এ প্রসঙ্গে ছবির পরিচালক জাকির হোসেন বলেন, ‘এফডিসির সঙ্গে আজ আমাদের আনুষ্ঠানিক চুক্তি হলো। আশা করছি, ১২ সেপ্টেম্বর থেকে টানা শুটিং শুরু করতে পারব। শুক্রবার থেকে এফডিসিতে শিল্পী, কলাকুশলীদের নিয়ে রিহার্সেল করা হবে।’
১৯৭৮ সালে নির্মিত আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’ ছিল এফডিসি প্রযোজিত প্রথম চলচ্চিত্র। ১১টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ছবিটির পর ‘সূর্য সংগ্রাম’সহ আরও বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করে জাতীয় এই প্রতিষ্ঠান। কিন্তু পরে নানা কারণে এ উদ্যোগ বন্ধ হয়ে যায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এফডিসিকে আবার প্রযোজনায় ফিরিয়ে আনতে ২০২১-২২ অর্থবছরে দুটি ছবি নির্মানের জন্য অনুদান দেয়। যার মধ্যে একটি ‘চাদর’। এই ছবির জন্য ৭০ লাখ টাকা অনুদান দিয়েছে মন্ত্রণালয়।