সুন্দরবনের বাঘ এল সিনেমা ভ্রমণে...

‘সুন্দরবনের বাঘ এল সিনেমা ভ্রমণে’ শিরোনামের এ প্রচারণা শুরু হয় ঢাকার চিত্রমহল সিনেমা হল থেকে

সুন্দরবনের কথা উঠলেই অবধারিতভাবে আসে বাঘ প্রসঙ্গ। সুন্দরবন ভ্রমণকারীদের বেশির ভাগই যান বাঘ দেখার আশা নিয়ে? কিন্তু বাঘের দেখা পাওয়া তো দুঃসাধ্য। বেশির ভাগই ফেরেন কেবল বাঘের পায়ের ছাপ দেখেই। তবে সুন্দরবনে নয়, এবার এই ঢাকা শহরেই হাজির বাঘ! সত্যিকারের বাঘ নয়, পাপেট বাঘ। রাজধানীতে বাঘের এই আগমনের উপলক্ষ ‘অপারেশন সুন্দরবন’। সুন্দরবনের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির প্রচারে ভিন্ন মাত্রা যোগ করেছে এই পাপেট বাঘ। ছবিটি দেখতে আসা দর্শকেরা পর্দায় তো বাঘ দেখবেনই, হলের সামনেও বাঘের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। সোনা, রুপা ও হীরা নামে তিনটি পাপেট বাঘ থাকছে হলে হলে।
ছবিটি দেখতে দর্শকদের বাড়তি আগ্রহী করে তুলতে ভিন্ন ধরনের প্রচারে নেমেছে ‘অপারেশন সুন্দরবন’ টিম। ছবিটির মুক্তিপ্রাপ্ত প্রেক্ষাগৃহগুলোতে একটি করে ‘টাইগার বুথ’ খোলা হয়েছে। পর্যায়ক্রমে একেক দিন একেকটি হলের সামনে সেই টাইগার বুথে বাস্তব আকৃতির তিনটি পাপেট বাঘ থাকে। শিশু-কিশোরেরা সেই বাঘদের সঙ্গে নাচতে পারে, আনন্দ করে ছবি তুলতে পারে।

‘সুন্দরবনের বাঘ এল সিনেমা ভ্রমণে’ শিরোনামের এ প্রচারণা শুরু হয় ঢাকার চিত্রমহল সিনেমা হল থেকে। ছবির শিল্পী সিয়াম, রোশান, নুসরাত ফারিয়ারা মুক্তির দ্বিতীয় দিন এই প্রচার শুরু করেন। এরপর মধুমিতা, যমুনা ব্লকবাস্টার, বসুন্ধরা সিনেপ্লেক্স, কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে চলেছে এই প্রচার।

একেক দিন একেকটি হলের সামনে সেই টাইগার বুথে বাস্তব আকৃতির তিনটি পাপেট বাঘ থাকে

এ প্রসঙ্গে ছবির পরিচালক দীপংকর দীপন জানান, পর্যায়ক্রমে বেশির ভাগ হলেই এই টাইগার বুথ হবে। দর্শকদের, বিশেষ করে শিশু-কিশোরদের আকৃষ্ট করার জন্যই এটি করা।

তিনি বলেন, ‘জনসাধারণের মধ্যে সুন্দরবনের জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য একাধিক বাঘ দেখানো হয়েছে ছবিটিতে। খেয়াল করে দেখেছি, শিশু-কিশোরেরাও এই ছবিটি পছন্দ করেছেন। বিশেষ করে ছবিতে বাঘের বিষয়টি তাদের বেশি আনন্দ দিয়েছে। মূলত শিশু-কিশোরদের কথা ভেবে ছবিতে একাধিক প্রাণী ব্যবহার করা হয়েছে। তা ছাড়া ছবির গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই হলে হলে টাইগার বুথের  মাধ্যমে ছবির প্রচারণা করছি আমরা।’
এদিকে আগামী ১ অক্টোবর যশোর মনিহার ও খুলনার লিবার্টি হলের দর্শকেরাও সোনা, রুপা ও হীরার সঙ্গে দেখা করা ও ছবি তোলার সুযোগ পাবেন। সঙ্গে থাকছেন সিয়াম, রোশান, নুসরাত ফারিয়ারা।
দীপংকর আরও বলেন, ‘সিনেমাটি মুক্তি পর থেকে ভালোই যাচ্ছে। কোনো নেতিবাচক রিভিউ নেই ছবির। কিন্তু এসএসসি পরীক্ষা এবং মাসের শেষে মুক্তি পাওয়ার কারণে দর্শক কিছুটা কম হয়েছে। তবে বাড়ার আভাস পাচ্ছি। এ কারণে ঢাকার বাইরেও আমরা ভিন্নভাবে দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করছি। পর্যায়ক্রমে এভাবে ঢাকার বাইরে সব হলেই যাওয়ার ইচ্ছা আমাদের।’

‘অপারেশন সুন্দরবন’ এর দৃশ্য

‘টাইগার বুথ’ দিয়ে সিনেমার প্রচারে শুরু থেকেই আছেন ছবির অন্যতম নায়ক রোশান। তিনি বলেন, ‘সিনেমা হলের সামনে এ ধরনের পাপেট বাঘদের সঙ্গে শিশু-কিশোরেরা বেশ মজা পাচ্ছে। অভিভাবকেরাও পাপেট বাঘ দেখাতে বাচ্চাদের নিয়ে হলে আসছেন। তাঁরা সিনেমাও দেখছেন। অভিভাবকেরা সিনেমাটি দেখতে উৎসাহিত হচ্ছেন। বিষয়টি সিনেমাটির জন্য ভালোই হচ্ছে।’
২১ সেপ্টেম্বর দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অপারেশন সুন্দরবন’। ছবিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, রিয়াজ, মনোজ প্রামাণিক, সামিনা বাসার, দর্শনা বণিক, দীপু ইমাম প্রমুখ।