ঢাকায় শর্মিলা ঠাকুর, মাজিদ মাজিদি কবে আসছেন?

শর্মিলা ঠাকুর ও মাজিদ মাজিদিছবি: কোলাজ

‘দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অংশ নিতে ঢাকায় এসেছেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি। উৎসবের এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের জুরির দায়িত্ব পালন করছেন শর্মিলা ঠাকুর।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল আজ শনিবার প্রথম আলোকে বলেন, বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে উৎসবের উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শর্মিলা ঠাকুর।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এই উৎসবের অংশ হিসেবে ২১ ও ২২ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে চলচ্চিত্রে নারীর ভূমিকা নিয়ে ‘দশম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ আয়োজন করা হবে।

ঢাকায় পৌঁছার পর শর্মিলা ঠাকুরকে উষ্ণ অভ্যর্থনা জানান উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামালসহ অন্যরা
ছবি: আহমেদ মুজতবা জামালের সৌজন্যে

২১ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় স্যামসন লাউঞ্জে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কনফারেন্স উদ্বোধন করবেন শর্মিলা ঠাকুর। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।
২৮ জানুয়ারি উৎসবের সমাপনী আয়োজনেও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বলিউড অভিনেত্রী। ২৯ জানুয়ারি ভারতে ফিরবেন তিনি।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে মাস্টারক্লাসে অংশ নেবেন ইরানি নির্মাতা ও প্রযোজক মাজিদ মাজিদি, ভারতীয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান।

এতে অংশ নিতে ২৬ জানুয়ারি ঢাকায় আসবেন মাজিদ মাজিদি। মাস্টারক্লাসের পাশাপাশি ২৬ জানুয়ারি অঞ্জন দত্তের সিনেমা ‘চালচিত্র এখন’ প্রদর্শিত হবে। ২৫ জানুয়ারি ঢাকায় আসবেন অঞ্জন দত্ত।

আরও পড়ুন