সেই ময়ূরী, মুনমুন, পলিরা এখন কোথায় আছেন

টানা কয়েক বছর অভিনয় করেছেন ঢাকাই সিনেমায়। রাতারাতি তাঁরা এক শ্রেনির দর্শকের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা পান। এমনও ব্যস্ততা ছিল তাঁদের, দিনে তিন থেকে চারটি সিনেমায় অভিনয় করেছেন। একসময় তাঁরাই সিনেমা থেকে দূরে সরে যান। তত দিনে তাঁদের নামের আগে যোগ হয় ‘অশ্লীল’ তকমা। সিনেমার ‘কাটপিস’ দৃশ্যে অভিনয়ের অভিযোগে অভিযুক্ত হন তাঁরা। অবশ্য এসব অভিনেত্রীদের বক্তব্য ছিল, পরিচালকেরা তাঁদের বাধ্য করেছেন অশ্লীল সিনেমায় অভিনয় করতে। পরবর্তী সময় সিনেমা থেকে অশ্লীলতা দূর হলে নীরব হয়ে যান ময়ূরী, মুনমুন ও পলিরা। তাঁরা এখন কেমন আছেন। কতটা সরব?
১ / ৫
মুনমুন ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা কাজ করেছেন। শুরুটা এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমা দিয়ে হলেও পরবর্তী সময় বেশির ভাগ অসামাজিক সিনেমায় দেখা যেত তাঁকে। পরে সিনেমার সুদিন ফিরলেও তিনি অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন। এই অভিনেত্রীর মতে, লেডি অ্যাকশন সিনেমায় তাঁর চাহিদা বাড়লে পরিচালক ও প্রযোজকেরা তাঁকে ব্ল্যাকমেল করে অশ্লীল সিনেমায় চুক্তিবদ্ধ করান। তিনি ফাঁদে পরেছিলেন। পরে তিনি বাধ্য হয়ে সিনেমা ছেড়ে দেন। সিনেমা ছাড়ার পর যাত্রা ও সার্কাসের অনুষ্ঠান করেই জীবিকা নির্বাহ করেন। দুই সন্তান নিয়ে এখন বেশ ভালোই আছেন। ছবি: সংগৃহীত
২ / ৫
সিনেমায় অভিনয় না করলেও এফডিসির বিভিন্ন আয়োজনে প্রায়ই চিত্রনায়িকা পলিকে দেখা যায়। সর্বশেষ এফডিসির আয়োজনে পিকনিকে অংশ নিয়েছিলেন। মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ সিনেমার মাধ্যমে সিনেমায় আসেন তিনি। তাঁর সিনেমাতেই ব্যবহার করা হতো কাটপিস। এই নিয়ে তাঁর অভিমান রয়েছে। এখনো তিনি বিনোদনজগতের কাজে যুক্ত থাকতে পছন্দ করেন। ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
৩ / ৫
তিন শতাধিক সিনেমায় অভিনয় করলেও বেশির ভাগই ছিল অশ্লীলতার দোষে অভিযুক্ত। তবে এসব সিনেমা নিয়ে চিত্রনায়িকা ময়ূরীর মন্তব্য, ছবিতে কাটপিস ব্যবহার করে তাঁদের অশ্লীলভাবে দর্শকদের সামনে উপস্থাপন করেছেন প্রযোজক ও পরিচালকেরা। সিনেমায় অভিনয় না করলেও বর্তমানে তিনি টিকটক, ফেসবুকে ও সার্কাসে অভিনয় দিয়ে সরব। দুই সন্তান নিয়ে টঙ্গীতে থাকেন। ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
৪ / ৫
অভিনেত্রী হিসেবে শুরুতেই আলোচনায় ছিলেন চিত্রনায়িকা একা। কাজী হায়াতের ‘তেজী’, ‘ধর’ সহ অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন। এসব ছবিতে মান্না তাঁর চিত্রনায়ক ছিলেন। মান্নার সঙ্গে একের পর এক সিনেমা করলেও একা বিভিন্ন সময় গণমাধ্যমে জানান, একসময় তাঁর সিনেমাতে তাঁকে না জানিয়ে কাটপিস জুড়ে দিতেন প্রযোজক ও পরিচালকেরা। পরে মান্না মারা গেলে তিনি সিনেমা থেকেই দূরে সরে যান। একার অভিযোগ, বাজে গল্পের সিনেমায় অভিনয় না করায় তাঁকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে। তিনি রাজনীতির শিকার। তিনি এখন ঢাকাতেই আছেন।
ছবি: সংগৃহীত
৫ / ৫
২০০৪ সালে শাহাদাত হোসেন লিটনের ‘রুখে দাঁড়াও’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয়েছিল সাহারার। পরে তিনি নিয়মিত কাজ করে গিয়েছেন। ২০১৫ সালের ৮ মে ‘ঢাকা টু বোম্বে’ ছবির প্রযোজক মাহবুবুর রহমানকে বিয়ে করেন। গুলশানে তাঁর ‘সাহারা ফ্যাশন হাউস’ নামে একটি দোকান রয়েছে। বর্তমানে তিনি সিনেমা থেকে দূরে, পরিবার নিয়ে ঢাকাতেই থাকেন।
ছবি: সংগৃহীত