স্কুল পালিয়ে হুমায়ুন ফরীদির সিনেমা দেখতেন দিনার
ওয়েব সিরিজ ‘কারাগার’–এ অনবদ্য অভিনয় করে আলোচনায় আছেন অভিনেতা ইন্তেখাব দিনার। ওটিটি কনটেন্টে ক্রমেই নিজেকে অপরিহার্য করে তুলেছেন তিনি। সঙ্গে চলচ্চিত্রেও কাজ করছেন সমানতালে। ১৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দিনার অভিনীত ‘বীরত্ব’ সিনেমা। মুক্তি উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত সংবাদ সম্মেলনে ইন্তেখাব দিনার জানালেন, তিনি স্কুল পালিয়ে হুমায়ুন ফরীদির সিনেমা দেখতেন। তাঁকে দেখেই অভিনয়ে আগ্রহী হয়েছেন। সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন দিনার। তিনি বলেন, ‘ময়মনসিংহ শহরে আমার দাদার পূরবী সিনেমা হল ছিল। ছোটবেলায় দেখেছি স্বপ্নের নায়ক–নায়িকাদের পোস্টার আসত আমাদের বাসায়। তাঁদের ছবি দেখে খুব ভালো লাগতো।’
সিনেমায় নিজের চরিত্র নিয়ে ইন্তেখাব দিনার বলেন, ‘অভিনয়ে নিজের ইমেজ ভেঙে এই ছবিতে প্রথম ভিন্ন ইমেজে কাজ করেছি। কতটুকু পেরেছি জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই সিনেমায় খলনায়ক হিসেবে নিজেকে আবিষ্কার করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ছবিটি দেখতে সিনেমা হলে যাবেন সবাই।’
অনুষ্ঠানে সোহানুর রহমান সোহান বলেন, ‘ছবিটা আমরা সেন্সরে দেখেছি, ভালো হয়েছে। এখন সিনেমা দেখতে দর্শকেরা হলে যাচ্ছেন, এখন ট্রেন্ড শুরু হয়ে গেছে। “পরাণ” ও “হাওয়া” বাজিমাত করেছেন। “বীরত্ব” দেখতেও সবাই হলে আসবেন—এটাই প্রত্যাশা আমরা করি।’
পরিচালক সাইদুল ইসলামের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ, ইমন, সালওয়া, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু, কচি খন্দকারসহ অনেকে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শাহীন সুমন, মুশফিকুর রহমান প্রমুখ।