নায়ক শরীফুল রাজকে পেয়ে খুশি পরিচালক রাজ

‘ওমর’ সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিচালক মোস্তফা কামাল রাজ ও চিত্রনায়ক শরীফুল রাজছবি : পরিচালকের ফেসবুক

‘পরাণ’ ও ‘দামাল’ মুক্তির পর ‘দেয়ালের দেশ’ নামে একটি ছবির শুটিং করেছিলেন শরীফুল রাজ। এরপর সিনেমার বাইরের কিছু কারণে খবরের শিরোনামে এসেছেন তিনি। অবশেষে অনেক দিন পর সিনেমায় অভিনয়ের কারণে খবরে আসছেন এই ঢালিউড তারকা। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শরীফুল রাজ। এরই মধ্যে কক্সবাজার হয়ে ঢাকার কয়েকটি লোকেশনে ছবিটির শুটিং চলছে।

আরও পড়ুন

নাটকের নির্মাতা মোস্তফা কামাল রাজ ২০১১ সালে চলচ্চিত্র নির্মাণে নাম লেখান। মৌসুমী, জাহিদ হাসান ও মোশাররফ করিমকে দিয়ে প্রথম চলচ্চিত্র ‘প্রজাপতি’ বানিয়েই আলোচনায় আসেন তিনি। এই ছবির ‘ডুব’, ‘দুই দিকে বসবাস’ ও ‘ছোট গল্প’ গান তিনটি খুব প্রশংসিত হয়। এরপর রাজ একে একে নির্মাণ করেন ‘তারকাটা’, ‘সম্রাট’, ‘যদি একদিন’–এর মতো সিনেমা।

শরিফুল রাজ
ছবি: সংগৃহীত

তাঁর এসব সিনেমায় অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম এবং ভারতের ইন্দ্রনীল। চলচ্চিত্রে রাজ শুরু থেকে তাঁর অভিনয়শিল্পী নির্বাচনে একটা চমক দেখিয়েছেন। এর মধ্যে তিনটি সিনেমা বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি রাজের প্রতিটি সিনেমার কোনো না কোনো গান দর্শকনন্দিত হয়েছে।

আরও পড়ুন

‘ওমর’ সিনেমার নাম ভূমিকায় শরীফুল রাজকে চূড়ান্ত করা প্রসঙ্গটি এভাবেই বললেন মোস্তফা কামাল রাজ, ‘“ওমর” সিনেমার নাম ভূমিকায় যাঁকে নির্বাচন করেছি, তাঁর সঙ্গে আমার নামের মিল আছে। আমি রাজ, সেও রাজ। শরীফুল রাজ। “ওমর” সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাঁকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয়নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই।’

আরও পড়ুন

এদিকে শরীফুল রাজ বলেন, ‘গল্পটি নিয়ে অনেক দিন ধরে আলাপ–আলোচনা চলছিল। আমরা অনেকবার বসেছি। ভালো লাগার কারণে গল্পটার সঙ্গে যুক্ত হতে সম্মত হয়েছি। আমার মনে হয়েছে, একেবারে ভিন্নধর্মী একটা ভাবনায় গল্পটি এগোবে, যা সবাইকে অন্য রকম আনন্দ দেবে। এর বাইরে আপাতত আর কিছুই বলা সম্ভব না।’

শরিফুল রাজ
ছবি: ফেসুবক থেকে

শরীফুল রাজকে নিয়ে ১ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে ‘ওমর’ ছবিটির শুটিং শুরু হয়। তবে ছবির সংশ্লিষ্টদের কেউই শুটিংয়ের বিষয়ে মুখ খুলতে রাজি নন। এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পুরো ছবির শুটিং শেষে পরিচালক মোস্তফা কামাল রাজ ও প্রযোজক–সংশ্লিষ্টরা আনুষ্ঠানিকভাবে সব জানাবেন। ‘ওমর’ সিনেমায় আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খানের মতো অভিনয়শিল্পী।