জঙ্গলে বাঘ ঘুরলে, খাইবে সব এক ঘাটে জল...

‘জংলি’র পোস্টারে সিয়াম আহমেদ। অভিনেতার ফেসবুক থেকে

তামাটে মুখমণ্ডলে ময়লাটে দাঁড়ি, এলোমেলো চুল, জিহ্বায় লেগে রয়েছে তাজা রক্তের ছাপ, চোখ থেকে বের হচ্ছে বুনো উল্লাস; যেন ‘জংলি’রূপেই হাজির হয়েছেন অভিনেতা। এভাবেই ‘জংলি’ সিনেমার মোশন পোস্টারে দেখা গেছে সিয়াম আহমেদকে। সিনেমার নাম আগেই জানা ছিল, সে কারণে হয়তো অনেকেই অনুমান করে নিয়েছেন ছবিটি তাঁরই। না হলে ‘জংলি’ লুকের সিয়ামকে চেনা মুশকিলই ছিল বটে। আজ বেলা তিনটায় ছবির এ মোশন পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই সরগরম অন্তর্জাল। অনেকেই পোস্টারে সিয়ামের লুকের প্রশংসা করেছেন।

‘চুপ ছিলাম দেখে ভাবিস না “জংলি” তোদের ভুলে গেছে। “জংলি” আসছে হুংকার নিয়ে।’ আজ দুপুরে এভাবেই ঘোষণা দেয় ‘জংলি’ সিনেমা টিম। জানিয়ে দেয় বেলা তিনটায় আসবে পোস্টার, সঙ্গে বিশেষ ঘোষণা। এই বিশেষ ঘোষণা যে জংলি সিনেমাবিষয়ক কিছু, সেটা আন্দাজ করতে পেরেছিলেন অনেকেই। ফলে সিয়ামের অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ঘোষণার।

‘জংলি’ ছবির জন্য সাত মাস ধরে চুল–দাড়ি কাটেননি সিয়াম

বেলা তিনটা বাজতেই একযোগে ‘জংলি’ সিনেমার সব তারকা ও কলাকুশলীর ফেসবুক ওয়ালে প্রকাশ পায় সিনেমাটির মোশন পোস্টার, সঙ্গে ছিল মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। পোস্টারের ক্যাপশনে লেখা, ‘জঙ্গলে বাঘ ঘুরলে, খাইবে সব এক ঘাটে জল/শিকারি হইবো শিকার, বইবে নদীর রক্তজল/মহামারি যতই থাকুক, মাংসাশিরা খায় না ঘাস/দেখে না কাঁচা নাকি পোড়া আর মানুষ নাকি ঘোড়া। “জংলি” আসছে এই ঈদুল ফিতরে।’

এই পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আগামী ঈদুল ফিতরে মুক্তির তালিকায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো ‘জংলি’। প্রকাশিত এই পোস্টারে ভিন্ন এক সিয়ামকে দেখা গেল।

‘জংলি’র নতুন পোস্টারে সিয়াম। অভিনেতার ফেসবুক থেকে

এই চরিত্রের জন্য নিজেকে বেশ কাঠখড় পুড়িয়ে তৈরি করেছেন সিয়াম। সেটা নিজেই জানিয়েছিলেন এভাবে, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। “জংলি” আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এ বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ, চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’

অনেকেই ফেসবুকে মন্তব্যের ঘরে মোশন পোস্টার ও সিয়ামের লুকের প্রশংসা করছেন। অনেকে আবার এখনই ছবিটির সিকুয়েলের দাবি জানিয়েছেন। এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম ছাড়াও আছেন শবনম বুবলী ও দীঘি।

আরও পড়ুন