মৌ বললেন, কাটপিসের যুগ ছিল তাই সাহস করতে পারিনি

তাহমিনা সুলতানা মৌ
ছবি : মৌয়ের সৌজন্যে

২৫ বছর ধরে অভিনয় করছেন তাহমিনা সুলতানা মৌ। চলচ্চিত্র ছাড়া অভিনয়ের সব মাধ্যমে কাজ করেছেন তিনি। তবে প্রস্তাব পাননি যে তা নয়, কিন্তু আস্থা ও বিশ্বাসের ঘাটতি থাকায় নিজের চলচ্চিত্রযাত্রা ওই সময়টায় করেননি। ২০২৪ সালে এসে পেলেন আস্থা ও নির্ভরতা, তাই তো সোহেল আরমানের সিনেমা ‘সংবাদ’ দিয়ে এত বছরের ঘাটতিও পূরণ হতে চলছে। আগামী মাসে বড় পর্দায় শুটিং যাত্রা শুরু হবে মৌর। এ নিয়ে দারুণ রোমাঞ্চিতও তিনি।

তাহমিনা সুলতানা মৌ।
ছবি: শিল্পীর সৌজন্যে

মৌর বাবা এবং বড় বোন অভিনয়ের সঙ্গে জড়িত। বড় বোন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনাজ। বাবা এস এম হুমায়ুন নাটকের দল নাট্যচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি। অভিনয় পরিবারের সন্তান হয়ে নিজের পরিচয়ে অভিনয়ে প্রতিষ্ঠা পেতে চেয়েছেন। এখন তো পেশাদার অভিনয়শিল্পী তিনি। তবে ছোটবেলা থেকেই নৃত্যশিল্পী হওয়ারও ইচ্ছা ছিল মৌর। তাই শিবলী মহম্মদ ও শামীম আরা নীপার কাছে নাচের তালিমও নিয়েছিলেন। একটা পর্যায়ে নাচ নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন। এরপর ১৯৯৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘চোর চোর’ টেলিছবির মাধ্যমে পেশাদার অভিনয়ে যাত্রা শুরু। এর পর থেকে টানা অভিনয়ের সঙ্গেই আছেন। অভিনয়ের ফাঁকে বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন।

তাহমিনা সুলতানা মৌ
ছবি : মৌয়ের সৌজন্যে

‘সংবাদ’ হতে যাচ্ছে সোহেল আরমানের তৃতীয় চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্র ‘এই তো প্রেম’ দিয়ে বেশ সাড়া ফেলেছিলেন এই নির্মাতা।

সংবাদ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে মৌ বলেন, ‘আমার কিন্তু চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব সব সময়ই ছিল। আমি যখন বিনোদন অঙ্গনে কাজ করি, তখন তো কাটপিসের যুগ ছিল। তাই সাহস করতে পারিনি। বিশ্বাসের বিষয়ও ছিল, কাদের সঙ্গে কাজ করব। তখন বড় আপুও (শাবনাজ) ফিল্ম থেকে বিদায় নিচ্ছে—এ জন্যও শুরু করা হয়নি। এরপরও অনেকবার অনেকজনের সঙ্গে কথা হয়েছে তখনো; কিন্তু ব্যাটে বলে মিলেনি। কোনো না কোনো একটা ঝামেলা হয়েছে। এবার সোহেল আরমান বলল যখন, চরিত্রটাও মোটামুটি—সব মিলিয়ে মনে হলো যে করি। কারণ, এখন আবার ফিল্মের একটা সুবাতাস বইছে। ভালো কাজ হচ্ছে। সেদিক দিয়ে মনে হয়েছে, শুরুটা করা দরকার। দিন শেষে প্রত্যেক অভিনয়শিল্পীরই তো স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করার।’

তাহমিনা সুলতানা মৌ
ছবি : মৌয়ের সৌজন্যে

‘সংবাদ’ চলচ্চিত্রে কী ধরনের চরিত্রে দেখা যাবে জানতে চাইলে মৌ বললেন, ‘চরিত্রটা কী, এখনই প্রকাশ করা বারণ আছে। তবে এটা বলতে পারি, আমার চরিত্রের নাম জুলেখা। অনেক পুরোনো একটা গল্প। জমিদারি প্রথা যখন ছিল, সেই সময়েরই একটা গল্প।’

এই সময়ে এসে চলচ্চিত্রের কাজ করার সিদ্ধান্তটা সঠিক মনে করার পেছনে কি আরও কারণ আছে? ‘যেহেতু এখন ভালো ফিল্মের একটা জোয়ার চলছে। মনে হলো যে করা যায়। একই সঙ্গে অভিনীত চরিত্রের গুরুত্বও তো থাকতে হবে। এখন তো আর নায়িকা করব না। তাই চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ বললেন মৌ।

তাহমিনা সুলতানা মৌ
ছবি : মৌয়ের সৌজন্যে

অভিনয়ে মৌ ২৫ বছর পার করতে থাকলেও অভিনয়–নির্মাণ মিলিয়ে সোহেল আরমানেরও তিন দশক চলছে। কিন্তু এই নির্মাতার সঙ্গে কখনোই কোনো কাজ করা হয়নি। চলচ্চিত্র দিয়ে প্রথমবার যাত্রা হচ্ছে, এই প্রসঙ্গটি মনে করে মৌ বললেন, ‘সোহেল আরমানের সঙ্গে কখনোই আমার কাজ হয়নি। তবে এটা ভেবে ভালো লাগছে যে তিনি কোনোভাবে আমাকে নিয়ে চিন্তা করেছেন। আমার ওপর বিশ্বাস করতে পেরেছেন যে এই চরিত্রটা আমি করতে পারব। কারণ, আমার কাছের অনেকেই তো ছবি বানিয়েছে, আমার বন্ধু বলেন, পরিবারের কেউও—আমি কখনোই চাইনি, কেউ আমাকে ফেভার করুক। নাটকের ক্ষেত্রেও এমনটা চাইনি। আমার কথা হচ্ছে, পরিচালক যদি চরিত্রের গুরুত্বে আমাকে প্রয়োজন মনে করেন, তাহলেই আমাকে নিয়ে কাজ করবেন। দর্শকের চাওয়ার বিষয়ও আছে। জোর করে বা প্রযোজনা করে নিজে নায়িকা হলাম, এটা আমার কাছে খুব সস্তা লাগে। যে এখন হয়ও।’

সোহেল আরমান
ছবি : প্রথম আলো

সবশেষে পরিচালক সোহেল আরমানকে নিয়ে মৌ বললেন, ‘পরিচালক হিসেবে সোহেল আরমানের তো একটা খ্যাতি রয়েছে। তাঁর পারিবারিক একটা ঐতিহ্যও আছে, কারণ বাংলাদেশের প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের সন্তান তিনি। তা ছাড়া তাঁর চলচ্চিত্রের নির্মাণ প্রশংসা কুড়িয়েছে। আমি তো সব মিলিয়ে আশা করতেই পারি, এটা একটা সিনেমাই হবে।’

সিনেমাটিতে আরও অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, সোহেল মণ্ডল, কাজী খুরশীদুজ্জামান উৎপল, সালাউদ্দিন লাভলু, সাজ্জাদ হোসেন দোদুল, আজম খান প্রমুখ। ‘সংবাদ’ চলচ্চিত্রের চিত্রনাট্যও সোহেল আরমানের। ১ জুন শুরু হয়ে ১৩ জুন পর্যন্ত প্রথম কিস্তির শুটিং চলবে বলে জানান নির্মাতা। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে শুটিংসহ অন্যান্য কাজ এগিয়ে নিতে চান পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান।