কাকে ইঙ্গিত করে বুবলীর এই স্ট্যাটাস, ভক্তরা যা বললেন

শবনম বুবলীপ্রথম আলো

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা পুরোনো। তাঁদের সাবেক স্বামী শাকিব খানকে কেন্দ্র করে অপু-বুবলী একে অন্যকে নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য করেছেন। কখনো ইঙ্গিতে, আবার কখনো সরাসরি। তবে এবার অপু বিশ্বাস যেভাবে কথা বললেন, সেভাবে আগে কখনোই বলেননি। তাই বিষয়টিতে অনেকে হতবাকও।
টেলিভিশন অনুষ্ঠানে তিনি শবনম বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে সরাসরি জানিয়েছেন। পাশাপাশি এ-ও জানিয়েছেন, তাঁর সন্তান শেহজাদ খান বীরকে তিনি খুব ভালোবাসেন। বিচ্ছেদের বিষয়ে সরাসরি কিছু না বললেও অপু বলেছেন, বুবলীকে তিনি ঘৃণা করেন।

আরও পড়ুন
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বের কেন্দ্রে শাকিব খান
কোলাজ

নাগরিক টেলিভিশনে ‘বলা না বলা’ নামের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক কামরুজ্জামানের প্রশ্নে এসব বলেন তিনি। বুবলী প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘আসলে উনাকে আমি ঘৃণা করি।

আরও পড়ুন

একবাক্যে এই কথাটি বললাম। উনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। জানি এই ওয়ার্ডটা (শব্দটা) প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। আমাকে নিয়ে তাঁর কী মন্তব্য, জানার সময়ও নেই। একবাক্যে তাঁকে ঘৃণা করি। ইংলিশে “হেট” বললে আরও স্মার্ট হয়।’
নাগরিক টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হওয়ার পরপরই গতকাল মঙ্গলবার টেলিভিশনটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এটি। এর পর থেকে বিষয়টি চাউর হয় চারপাশে। ফেসবুকে বিভিন্ন গ্রুপে গ্রুপে এটি নিয়ে  দুই তারকার অনুসারীদের মধ্যে বেশ চর্চা শুরু হয়।

আরও পড়ুন

তবে এখানেই শেষ নয়। বুবলী আজ বুধবার বিকেল পাঁচটায় তাঁর ফেসবুক ভেরিফায়েড পেজে সত্যেন্দ্রনাথ দত্তের ‘উত্তম ও অধম’ কবিতার দুটি লাইন লিখেছেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে/ কামড় দিয়েছে পায়,/ তা বলে কুকুরে কামড়ানো কিরে/ মানুষের শোভা পায়?’
সিনেমাপাড়ায় অনেকেই মনে করছেন বুবলীর এই স্ট্যাটাসটি, অপু বিশ্বাসকে ইঙ্গিত করে দেওয়া। নাগরিক টেলিভিশনে উপস্থাপকের এক প্রশ্নের উত্তরে বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের জের এটি।
ফেসবুকে প্রকাশ হওয়ার পরপরই আলোচনায় উঠে আসে বুবলীর স্ট্যাটাসটি । সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আড়াই ঘণ্টায় স্ট্যাটাসটির নিচে ২৪ হাজার লাইক, ১০ হাজার মন্তব্য পড়েছে। প্রায় আড়াই শ শেয়ার হয়েছে স্ট্যাটাসটির। মন্তব্যের ঘরে বুবলী ও অপুর অনুসারীরা ব্যঙ্গসহ নানাভাবে মন্তব্য করেছেন।

শাকিব খান ও বুবলী
সংগৃহীত
আরও পড়ুন

তামান্না আক্তার নামের একজন লিখেছেন, ‘এই পোস্টারের অপেক্ষায় ছিল জাতি।’ বুবলীর উদ্দেশে মাহি কুইন নামের একজন নেটিজেন লিখেছেন,  ‘কামড়টা ঠিকই দিলেন।’

আরও পড়ুন

বীথি নামের এক অনুসারী বুবলীর স্ট্যাটাসটি নিয়ে একটু অন্যভাবে মন্তব্য করেছেন, ‘যার যেটি দেওয়া উচিত, তার তো সেটি দিতেই হবে। নিতে না পারাটা তাঁর ব্যর্থতা।’
শায়লা লিখেছেন, ‘উচিত জবাব।’

শাকিব খান ও বুবলী।
ছবি: ফেসবুক

আশরাফুল ইসলাম নামের আরেক অনুসারী হাসির ইমোতে লিখেছেন, ‘কোনো কাজকাম নাই, ৫-৬ বছর ধরে এসব নিয়েই কথা বলে যাচ্ছে। সাবেক জামাইকে নিয়ে ডিভোর্সের এত বছর পর কাউকে এভাবে বেহায়ার মতো কথা বলতে দেখছেন? তার সব ইন্টারভিউ ঘুরেফিরে একই টপিক। শোবিজে আরও তারকার ডিভোর্স হয়েছে, তাঁদের কথাবার্তা দেখেন, তাঁদের আত্মসম্মান আছে, এ রকম নির্লজ্জ না।’
বুধবার সন্ধ্যার পর স্ট্যাটাসটির বিষয়ে প্রথম আলো থেকে বুবলীকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। খুদে বার্তা পাঠালেও জবাব দেননি বুবলী।

আরও পড়ুন