নায়ক ঢাকার রাজ, নায়িকা কলকাতার স্বস্তিকা

চিত্রনায়ক শরীফুল রাজ ও ভারতের নায়িকা স্বস্তিকা মুখার্জিকোলাজ

চিত্রনায়ক শরীফুল রাজ ও ভারতের নায়িকা স্বস্তিকা মুখার্জি জুটি হয়ে এক ছবিতে কাজ করতে যাচ্ছেন। ছবির নাম ‘আলতা বানু কখনো জোছনা দেখেনি’। আগামী জুলাই মাসের মাঝামাঝিতে ছবির শুটিং শুরুর কথা। খবরটি নিশ্চিত করে ছবির পরিচালক হিমু আকরাম বলেন, ‘রাজ ও স্বস্তিকাকে নিয়ে ছবিটি করতে যাচ্ছি। দুজনের সঙ্গেই চুক্তি স্বাক্ষর করেছি। দুজনের লুক সেটও শেষ হয়েছে। আশা করছি, মাস দু-একের মধ্যেই শুটিং শুরু করতে পারব।’
ছবিতে আলতা বানু চরিত্রটি করবেন স্বস্তিকা মুখার্জি ও রাজের চরিত্রের নাম প্রেম চাঁদ। ‘কাজলরেখা’, ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’ নামে গত ঈদে একসঙ্গে তিনটি ছবি মুক্তি পেয়েছে শরীফুল রাজের। ছবিগুলো এখনো দেশ-বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এরই মধ্যে এল রাজের নতুন ছবির খবর।

গত বছরের জুন মাসে ছবিতে চুক্তি স্বাক্ষর করেন ভারতের নায়িকা স্বস্তিকা মুখার্জি। এর আগে শাকিব খানের সঙ্গে জুটি হয়ে ইন্দো-বাংলা যৌথ প্রযোজনা সবার উপরে তুমি ছবিতে অভিনয় করেন স্বস্তিকা। এফ আই মানিক পরিচালিত ছবিটি ২০০৯ সালের নভেম্বরে বাংলাদেশে মুক্তি পায়। আর এটি হবে স্বস্তিকার একক বাংলাদেশি প্রথম ছবি। এ ব্যাপারে স্বস্তিকা মুখার্জি এক ভিডিও বার্তায় বলেন, ‘আলতা বানু কখনো জোছনা দেখেনি ছবিটির চিত্রনাট্যটি অসাধারণ লেগেছে আমার কাছে। গল্প শুনে, চিত্রনাট্য পড়েই কাজটি করার জন্য চুক্তি করেছি। কিন্তু অনেক দিন হয়ে গেল এখনো শুটিং শুরু হলো না। এখনো চূড়ান্ত শিডিউল হাতে পাইনি। তবে শুনেছি, জুলাই মাসে শুরু হতে পারে। শুটিংয়ের জন্য অপেক্ষা করছি।’

স্বস্তিকা মুখার্জি
ছবি: নেটফ্লিক্স

জানা গেছে, ‘আলতা বানু কখনো জোছনা দেখেনি’ একটি ডার্ক থ্রিলার ছবি। মূলত আলতা বানু ও প্রেম চাঁদকে ঘিরেই ছবির গল্প আবর্তিত হবে। প্রেম চাঁদ চরিত্রটি খুঁজে পেতে সময় লেগেছে বলে জানান পরিচালক। রাজের চরিত্রের গল্প তিনটি স্তরে। মূল নাম প্রেম চাঁদ হলেও সুজন মিয়া ও মুইনুল হোসেন নামে আরও দুটি চরিত্রে দেখা যাবে রাজকে। পরিচালক হিমু বলেন, ‘চরিত্রটি খুঁজে পেতে সময় লেগেছে। কারণ, একই গল্পে একজন অভিনেতার ক্ষেত্রে তিনটি তিন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে পারবেন, আমাদের এখানে এ ধরনের অভিনেতা পাওয়া মুশকিল। আমার কাছে মনে হয়েছে, শরীফুল রাজ সেটি পারবেন।’

শরিফুল রাজ
আশরাফুল আলম

স্বস্তিকার ব্যাপারে এই পরিচালক জানান, গত বছর যখন তাঁকে ছবির গল্পের সারসংক্ষেপ পাঠানো হয়, পড়ে পছন্দ করেন তিনি। চিত্রনাট্য পাঠাতে বলেন। পরিচালকের বক্তব্য, ‘চিত্রনাট্য নিয়ে আমি সরাসরি কলকাতায় চলে যাই। তাঁর বাসায় গিয়ে চিত্রনাট্য পড়ে শোনাই। এতটাই পছন্দ করেন, ওই সময়ই কাজটি করতে রাজি হয়ে চুক্তি স্বাক্ষর করেন।’

কবে নাগাদ শুটিং শুরু হবে, জানতে চাইলে পরিচালক বলেন, ‘ছবির বেশির ভাগ শুটিং হবে আউটডোরে। তাই বর্ষা মৌসুম না গেলে শুরু করা যাচ্ছে না। আশা করছি, জুলাই মাসে শুরু করতে পারব।’ পরিচালক আরও জানান, সৈয়দপুর, অষ্টগ্রাম, পুরান ঢাকা ও রাজেন্দ্রপুরের লোকেশনে শুটিং হবে ছবিটির। রাজ ও স্বস্তিকা ছাড়া ছবিতে আরও অভিনয় করবেন মামুনুর রশীদ, ইরেশ যাকের, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকি প্রমুখ।