মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ শো ‘সুড়ঙ্গ’র, জানালেন পরিচালক

এবারের ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’।কোলাজ

এবারের ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’। সিঙ্গেল হল কম হলেও মাল্টিপ্লেক্সে এই সিনেমার শো ছিল সর্বোচ্চ। দর্শকের চাপে দুই দিন পরই বেড়েছিল স্টার সিনেপ্লেক্সে শোর সংখ্যা। প্রথম সপ্তাহে এই সিনেমার প্রায় সব শো হাউসফুল ছিল। দ্বিতীয় সপ্তাহে এসেই দাপটের সঙ্গে চলছে সিনেমাটি। হল বৃদ্ধি না পেলেও বেড়েছে শোর সংখ্যা।

ঈদের অন্যান্য সিনেমার চেয়ে মাল্টিপ্লেক্সগুলোয় বেশি চলছে ‘সুড়ঙ্গ’র শো। আর আগামী তিন দিনের সব শোর টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। পরিচালক রায়হান রাফি সামাজিক যোগোযোগমাধ্যমে এ তথ্য দেন।

তিনি ফেসবুকে লেখেন, স্টার সিনেপ্লেক্সের সব কটি শাখায় ৩১টি, যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ১১টি, লায়ন সিনেমাসে ৮টি এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে ৩টি—সব শাখায় সর্বোচ্চ চলবে ‘সুড়ঙ্গ’র শো। সব কটি মাল্টিপ্লেক্সের তিন দিনের প্রায় সব শো অগ্রিম বিক্রি হয়ে গেছে। বাংলা ছবির জয়জয়কার চলছে।

‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশো
ভিডিও থেকে
আরও পড়ুন

মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি দেখতে দর্শক ভিড় করছেন সিনেমা হলগুলোয়। সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় সর্বোচ্চ ৩৩টি শো চলেছিল ‘সুড়ঙ্গ’র। প্রথম সপ্তাহে শুধু স্টার সিনেপ্লেক্সে রেকর্ড প্রায় আড়াই কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। আশা করা যাচ্ছে, এ সপ্তাহেও সিনেমাটি দেখতে হলে ভিড় করবেন দর্শক। আজ অস্ট্রেলিয়ার সিডনিতে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। এই সিনেমার প্রথম ১২টি শোর সব কটি টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।

‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশো ও তমা মির্জা
ছবি : চরকির সৌজন্যে
আরও পড়ুন

চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিডেটের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমায় আফরান নিশো ছাড়া আরও অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। সিনেমার একটি আইটেম গানে দেখা গেছে নুসরাত ফারিয়াকে। ছবিটির পেমেন্ট পার্টনার বিকাশ, এন্টারটেইনমেন্ট পার্টনার টিকটক ও মার্চেন্ডাইজ পার্টনার দারাজ।

‘সুড়ঙ্গ’ ছবির গানের দৃশ্যে
সংগৃহীত
আরও পড়ুন