default-image

বাপ্পীর কথায় ছবি দুইটির ট্রেন্ডে দৌড়ানো প্রসঙ্গে এই খলনায়ক বলেন, ‘পরাণ-এর প্রযোজক অতুল ভাই ও আরাফাত ভাই ছবিটি দেখতে আমাকে দাওয়াত করেছিলেন। আমি গিয়েছিলাম। ছবি ভালো হয়েছে প্রশংসা তো করবই। অন্যদিকে হাওয়া মুক্তির আগেই গানটি যে পরিমাণ হিট হয়েছে, আমি মনে করি, ১৫–২০ বছর পর একটি গান দিয়েই দর্শক ফেরাতে পেরেছে “হাওয়া”। আমি এখনো হাওয়া দেখিনি, দেখব। তবে শুনেছি, ভালো হয়েছে। এ কারণেই ছবি দুটি নিয়ে আমার অনুভূতিতে যা এসেছে, তাই বলেছি, বলছি। এ জন্য কে কী বলল, তা দেখার নাই।’

কিন্তু আপনার সঙ্গে কি বাপ্পীর কোনো বিরোধ আছে বা তাঁর কোনো সিনেমার প্রশংসা করেননি, এমনও তো হতে পারে, নাকি?—এ ব্যাপারে মিশা উল্টো প্রশ্ন রেখে বলেন, ‘বাপ্পীর কোনো ভালো ছবি আছে নাকি? আমার তো জানা নাই। আপনারা সাংবাদিকেরা জানলে জানতে পারেন। তা ছাড়া কোনো ছবিতে অভিনয় করে জাতীয় পর্যায়ে বা অন্য কোনো সম্মানীয় পুরস্কার বাপ্পী পেয়েছে, এমন খবর আজও শুনিনি। আমি বাপ্পীর সম্পর্কে আর বলতে চাই না, বললে ওর ক্ষতি হয়ে যাবে।’

default-image

সম্প্রতি পরাণ ও হাওয়ার জোয়ার নিয়ে এই অভিনেতার মন্তব্য, ‘রায়হান রাফি একজন সুনিপুণ নির্মাতা, মেধাবী তরুণ। খুব বড় তারকা শিল্পীদের নিয়ে পরাণ ছবি করেননি। কিন্তু তাঁর কাজ দিয়ে সব শ্রেণির দর্শক হলে এনেছেন। এটিই পরিচালকের মুনশিয়ানা। অন্যদিকে সুমন প্রথম ছবিতেই বাজিমাত করেছেন। মেধাবী তরুণেরা ভালো কাজ করছেন, উৎসাহিত করতে হবে। ভালোকে ভালো বলতেই হবে। এ জন্য কারোর গাত্র জ্বালাপোড়া করলে তো হবে না।’

ঢালিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন