ব্রাজিলের সমর্থক হয়েও আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার কারণ জানালেন ফারিণ
জীবনে প্রথমবারের মতো গ্যালারিতে বসে ফুটবল ম্যাচ উপভোগ করলেন ঢাকার তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আজ বাংলাদেশ সময় বুধবার সকালে কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ছিলেন তিনি।
চিলির বিপক্ষে আর্জেন্টিনার জয়ের ম্যাচে মেসিদের জার্সি গায়ে জড়িয়েছিলেন ফারিণ। স্টাইলিশ লুকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি।
বুধবার রাতে প্রথম আলোর সঙ্গে আলাপকালে ফারিণ জানালেন, তিনি মূলত যুক্তরাষ্ট্রে একটি শোতে অংশ নিতে গেছেন। এরই মধ্যে আর্জেন্টিনা ও চিলির টিকিট পেয়ে আনন্দিত হয়েছেন।
ফারিণ বলেন, ‘আমি কখনোই গ্যালারিতে বসে ফুটবল ম্যাচ দেখিনি। এবারই প্রথম সরাসরি ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা হলো। মেসিকে খুব পছন্দ করি। তাঁর খেলা খুব ভালো লাগে। উনি আর কত দিন খেলবেন, সেটা জানি না। ওনার খেলা দেখতেই মাঠে এসেছি।’
বুধবার সকালে স্টেডিয়াম থেকে আর্জেন্টিনার জার্সি পরা ছবি পোস্ট করেছেন ফারিণ। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ লিখছেন, ব্রাজিল সমর্থক ফারিণ তাহলে আর্জেন্টিনার সমর্থক হয়ে গেলেন?
বিষয়টি নিয়ে চর্চার মধ্যে ফারিণের ভাষ্য, ‘আমি এখনো ব্রাজিল সমর্থক। ব্রাজিলের সমর্থক হলেই আর্জেন্টিনাকে ঘৃণা করতে হবে?-এমনটা আমি বিশ্বাস করি না। খেলা নিয়ে ঘৃণা ছড়ানো উচিত নয়। খেলাটাকে উপভোগ করাটা জরুরি।’
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আরেক তারকা মেহজাবীন চৌধুরী, অভিনয়শিল্পী মীর সাব্বিরসহ আরও অনেকে ছিলেন। মেহজাবীনের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন ফারিণ।
ফারিণ জানালেন, যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেবেন। আগামী মাসে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।