নিপুণের শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত, জানা গেল কারণ

নায়িকা নিপুণ। ফেসুবক থেকে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা নিপুণের সদস্যপদ স্থগিত করা হয়েছে। ১৯ জানুয়ারি সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ১২তম সভায় সর্বসম্মতিক্রমে সদস্যপদ স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম আলোকে নিপুণের সদস্যপদ স্থগিতের খবরটি নিশ্চিত করেছেন সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে তিনি জানান, গত রোববারের মিটিংয়ে নিপুণের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। তিনি নিয়মবহির্ভূতভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দিয়েছেন।

আরও পড়ুন

কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমেও সেটি শেয়ার করেছিলেন তিনি। এ নিয়েও তখন ব্যাপক সমালোচনা হয়।

এরপর গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় নিয়মবহির্ভূতভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহারের বিষয়টি মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটিতে উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

চিত্রনায়িকা নিপুণ আক্তার
ছবি: সংগৃহীত

এর আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে সংবাদমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগ ওঠে এই অভিনেত্রীর বিরুদ্ধে। গঠনতন্ত্রপরিপন্থী কাজের জন্য তাঁকে নোটিশ করে কার্যনির্বাহী পরিষদ।

এসবের কোনো উত্তর দেননি নিপুণ। তাই সংগঠনের নীতিমালা অনুযায়ী তাঁর সদস্যপদ স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এর আগে ১০ জানুয়ারি বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় নিপুণকে বাধা দেওয়া হয়। এরপর বিমাবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হলে তিনি সড়কপথে ঢাকার বনানীর বাসায় চলে আসেন।