কৃষিকাজ করতে চান বুবলী, কিন্তু কেন
চিত্রনায়িকা শবনম বুবলী পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন। পাশাপাশি সংবাদপাঠিকার প্রশিক্ষণ শেষে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদপাঠিকার কাজও করেন কয়েক বছর। ২০১৬ সালে ‘বসগিরি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটে। এরপর চলছে এক দশক। এ সময়ের মধ্যে অভিনয় করেছেন ২৩টির মতো চলচ্চিত্রে। এখন ভারতের সীমান্তবর্তী এলাকা শেরপুরের নালিতাবাড়ী এলাকায় শুটিং করছেন নতুন চলচ্চিত্রের। সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকা এই নায়িকা এবার হুট করে জানালেন, ভবিষ্যতে কৃষিকাজ করতে চান।
বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে সেই ইচ্ছার কথা জানান।
চলচ্চিত্রে শবনম বুবলীর অভিনয়ের শুরুটা শাকিব খানের হাত ধরে। ১০ বছরে শাকিবের সঙ্গে ১২টি চলচ্চিত্রে অভিনয় করেন। এসব ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।
‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের পর শাকিবের সঙ্গে আর দেখা যায়নি বুবলীকে। এখন অন্য নায়কদের সঙ্গে নিয়মিত কাজ করছেন। গত ঈদে এই নায়িকার ‘জংলি’ ছবিটি মুক্তি পায়। সিয়ামের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন বুবলী। ঈদুল আজহায় নতুন একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে বুবলীর। এরই মধ্যে ‘সর্দারবাড়ির খেলা’ নামের সেই ছবি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। এই ছবিতে জিয়াউল রোশান ও শবনম বুবলীকে বড় পর্দায় দেখা যাবে।
এদিকে সিনেমা নিয়ে আলোচনার ফাঁকে আজ রোববার বিকেলে নিজের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন বুবলী, যেখানে তাঁকে কাস্তে হাতে আগাছা পরিষ্কার করতেও দেখা গেছে। আবার অন্য স্থিরচিত্রে ফলদ গাছের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
স্থিরচিত্রগুলো ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে শবনম বুবলী লিখেছেন, ‘ভবিষ্যতে পুরোদমে কৃষিকাজ করব। ফুল, ফল, শাকসবজি চাষ করব। হাঁস–মুরগি, গরু–ছাগল পালব, কারণ প্রকৃতি একটু বেশিই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।’
শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার দাউধারা গ্রামে গত ২১ মে থেকে চলছে নতুন এই ছবির শুটিং। এটি সজল ও বুবলী অভিনীত প্রথম কোনো চলচ্চিত্র হতে যাচ্ছে। সজল ও বুবলী অভিনীত এই ছবিতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।