ঈদের সিনেমায় রেটিংয়ে চমক, কোনটি এগিয়ে
পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা নিয়ে চলছে তুমুল আলোচনা। ঈদের ছয় সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ কেমন, সেটা বোঝা যায় ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিবি) রেটিং, দর্শকদের ভোট, কতজন সিনেমাটিকে ‘ওয়াচিং লিস্ট’-এ রাখছেন, এসব দেখে। তবে এবারের ঈদের কোনো সিনেমাকেই দর্শকেরা ‘ওয়াচিং লিস্টে’ রাখেননি। আইএমডিবি রেটিংয়ে ঈদের কোন সিনেমা এগিয়ে ও পিছিয়ে, তা দেখে নিতে পারেন।
ঈদের সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। সিনেমাটি এখনো হাউসফুল চলছে। মুক্তির দ্বিতীয় দিন থেকেই এর শো বেড়েছে। সিনেমাটি নিয়ে দর্শক রিভিউও ভালো। প্রথমবার সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। এটি আইএমডিবি রেটিংয়েও পিছিয়ে নেই। সিনেমাটির রেটিং ৮.৪। ভোট দিয়েছেন ৩৯৩ জন। এর মধ্যে ৫০ শতাংশ দর্শকই সিনেমাটিকে ১০–এ ১০ দিয়েছেন। সিনেমায় জয়া আহসান সাবিলা নূরসহ অনেকে অভিনয় করেছেন।
ঈদে ‘তাণ্ডব’ সিনেমার সঙ্গে হলসংখ্যা ও প্রচারে এগিয়ে ছিল ‘ইনসাফ’ সিনেমা। হলসংখ্যায় এটি তাণ্ডব সিনেমার পরেই ছিল। এই সিনেমা দিয়ে প্রথমবার মূলধারার সিনেমায় নাম লেখালেন তাসনিয়া ফারিণ। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। এটি আইএমডিবিতে ৪১ ভোট পেয়েছে। সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমাটির আইএমডিবি রেটিং ৭। মোশাররফ করিম ছাড়াও সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
শুরুর দিকে হলসংখ্যা কম পেলেও এখন দর্শক চাহিদার কারণে শোর সংখ্যা বাড়ছে। তানিম নূর পরিচালিত এই সিনেমাটির নাম ‘উৎসব’। চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তৈরি হয়েছে ‘উৎসব’। গল্পটাকে লন্ডন থেকে ঢাকার মোহাম্মদপুরে নিয়ে এসেছেন নির্মাতা। পারিবারিক ঘরানার গল্পটি দর্শকদের ৯০ দশকে ফিরিয়ে নিয়ে যাবে। সিনেমাটি আইএমডিবি রেটিং ঈদের সিনেমার মধ্যে সবচেয়ে বেশি রেটিং পেয়ে এগিয়ে রয়েছে। রেটিং ৮.৮। সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ্ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।
দীর্ঘদিন পরে ঈদের সিনেমা দিয়ে ফিরেছেন আরিফিন শুভ। তাঁকে দেখা গেছে ‘নীলচক্র’ সিনেমায়। এটি পরিচালনা করেছেন মিঠু খান। ২ বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬টি ভিডিও। এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করেন। পুরো ঘটনাই একটা সংঘবদ্ধ অপরাধ চক্রের, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেয় ভিডিওগুলো। পুলিশ কি পারে তাদের ধরতে বা তাদের উদ্দেশ্য খুঁজে বের করতে? এমন টানটান উত্তেজনা নিয়েই সিনেমাটির গল্প। আইএমডিবিতে সিনেমার রেটিং ৮। ৩২ জন দর্শক সিনেমাটিকে ভোট দিয়েছেন।
খুনের গল্পের তদন্ত ঘিরেই ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমা। আর এই সিনেমায় খুন হন এশা নামের এক তরুণী। চাঞ্চল্যকর এই খুনের ঘটনা নিয়ে এগিয়ে চলে গল্প। সিনেমাটি খুনের তদন্ত ঘিরেই। এই খুনের ঘটনার তদন্তের দায়িত্ব পড়ে নারী পুলিশ কর্মকর্তার ওপর। সেই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সিনেমাটির আইএমডি রেটিং ৭.৮। ভোট দিয়েছেন মাত্র ১০ জন। সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার।
ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘টগর’। এতে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। সিনেমাটির শো শুরুতে বেশি হলেও দর্শক কম থাকায় সেটা কমে গেছে। সিনেমাটি নিয়ে আইএমডিবিতেও ভক্তদের কোনো আগ্রহ দেখা যায়নি। কারণ, সিনেমাটি এখনো কোনো ভোট পায়নি। মুক্তির পরে খুব কম সিনেমাই থাকে, যেটি কোনো ভোট পায় না। এটি পরিচালনা করেছেন আলোক হাসান।