প্রেক্ষাগৃহের পর এবার টেলিভিশনে

‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমায় নাম ভুমিকায় অভিনয় করেছেন তিশা
ছবি: প্রথম আলো

ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বীরকন্যা প্রীতিলতা’। প্রেক্ষাগৃহে যাঁরা এখনো দেখেননি, তাঁদের জন্য ছবিটি টেলিভিশনে দেখার সুযোগ আসছে। তিশা অভিনীত এই ছবি পবিত্র ঈদুল ফিতরে চ্যানেল আইয়ে দেখানো হবে। প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাস পর চ্যানেল আইয়ের মাধ্যমে দর্শকেরা দেখতে পাবেন। চ্যানেল আই সূত্রে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে প্রদীপ ঘোষ পরিচালিত ছবিটি।

সরকারি অনুদানে তৈরি ছবিটির গল্প কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘বীরকন্যা প্রীতিলতা’ থেকে নেওয়া হয়েছে। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিশা। এতে তিশার সঙ্গে রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে মনোজ প্রামাণিক ও মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু। তিশা জানান, প্রীতিলতা চরিত্রটি ধারণ করতে তাঁর পাঁচ মাসের বেশি সময় লেগেছে, কয়েক দফায় সেলিনা হোসেনের সঙ্গে কথা বলে নিজেকে তৈরি করেছেন তিনি।

আরও পড়ুন

তিশা বলেন, ‘সিনেমার জন্য প্রীতিলতাকে নিয়ে গবেষণা হয়েছে, গবেষণার ওপর ভিত্তি করে চরিত্রকে ধারণ করেছি, মেকআপ নিয়েছি। ওনার চুল কখনোই ছোট ছিল না, এটা নিয়ে অনেকের ভুল ধারণা আছে। প্রীতিলতার সঙ্গে ৯০ ভাগ মেলানোর চেষ্টা করেছি। আমার ধারণা, সিনেমায় প্রীতিলতাকে খুঁজে পাবেন দর্শক।’

২০১৯-২০ অর্থবছরে চলচ্চিত্রটি সরকারি অনুদান পায় ‘বীরকন্যা প্রীতিলতা’। পরিচালক এটিকে ‘রিয়েল প্লেস সিনেমা’ বলছেন। প্রীতিলতার স্মৃতিবিজড়িত চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব, আনোয়ারা, পটিয়ার ধলঘাটে দৃশ্য ধারণ করা হয়েছে। দেড় বছরে সাত দফায় দৃশ্য ধারণ করা হয়েছে।

সিনেমার শুটিংয়ে তিশা ও মনোজকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক প্রদীপ ঘোষ
ছবি: হাসান রাজা

ছবির পরিচালক প্রদীপ ঘোষ বলেন, ‘প্রীতিলতার চেহারা আমরা হুবহু মেলাতে চাইনি, চেষ্টাও করিনি। সচরাচর যে অবয়ব দেখি, সেটার সঙ্গে হুবহু মেলাতে গেলে ৮-১০ ঘণ্টা মেকআপ করে শিল্পীকে বসে থাকতে হবে, এটা খুব কঠিন কাজ। আমরা বায়োপিক নির্মাণ করিনি।’ প্রদীপ ঘোষের ভাষ্যে, ভারতীয় সিনেমায়ও প্রীতিলতার অবয়ব হুবহু তুলে আনা হয়নি। গত শতকের ত্রিশের দশকে ব্রিটিশদের বিরুদ্ধে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারদের চট্টগ্রাম যুব বিদ্রোহ নিয়ে বলিউডে একাধিক সিনেমা হয়েছে। এর মধ্যে ‘খেলে হাম জি জান সে’ সিনেমায় প্রীতিলতা হয়েছেন মুম্বাইয়ের অভিনেত্রী বিশাখা সিং ও ‘চিটাগং’ সিনেমায় ভেগা টামোটিয়া।

পরিচালক জানান, ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমায় আলীপুর জেলে বন্দী বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে প্রীতিলতার দেখা করতে যাওয়া, রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির পর চট্টগ্রামে এসে সূর্য সেনের সঙ্গে সাক্ষাৎ, এরপর ব্রিটিশদের বিরুদ্ধে তাঁদের বিদ্রোহের ঘটনা তুলে আনা হয়েছে।

প্রীতিলতা চরিত্র প্রসঙ্গে তিশা প্রথম আলোকে বলেন, ‘যেকোনো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে গেলে অনেক বড় একটা দায়িত্ব কাঁধে চলে আসে। অনেক ভয় লাগে। কেননা, এসব চরিত্রে মানুষের প্রত্যাশা বেশি থাকে। প্রীতিলতা কী করেছেন, তা জানতাম কিন্তু তিনি কীভাবে কথা বলতেন, কীভাবে চলতেন—এসব বিষয়ে অবগত নই। তাঁকে আমরা দেখিনি, তাঁর কোনো ভিডিও নেই। বই পড়ার মাধ্যমে যতটুকু অবগত হয়েছি, সেটার ওপর ভিত্তি করে চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’