ভয়কে জয় করার গল্প

দেশের প্রেক্ষাগৃহে আজ শুক্রবার দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। সাইফুল ইসলাম পরিচালিত ‘পায়ের ছাপ’ ও আলী জুলফিকার জাহেদীর ‘কাগজ: দ্য পেপার’। ‘পায়ের ছাপ’ ছবিটি দিয়ে দেশের প্রেক্ষাগৃহে নায়িকার অভিষেক হচ্ছে।

মেঘলা মুক্তা

বাংলাদেশের চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ না পেলেও দুটি তেলেগু ছবিতে নায়িকা হিসেবে দেখা গেছে মেঘলা মুক্তাকে। কিন্তু বরাবরই তাঁর চাওয়া ছিল দেশের চলচ্চিত্রে তাঁকে সবাই নায়িকা হিসেবে দেখুক। তাঁর সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। দেশের প্রেক্ষাগৃহে নায়িকা হয়েই আসছেন মেঘলা মুক্তা। আজ দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘পায়ের ছাপ’। ছবিটি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে তৈরি হয়েছে।

‘পায়ের ছাপ’–এর মুক্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর; পরিচালক সাইফুল ইসলাম; অভিনয়শিল্পী মেঘলা মুক্তা, দীপা খন্দকার, প্রাণ রায়, করবী মিজান; সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু; রিপন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফরিদুর রেজা সাগর বলেন, ইমপ্রেস টেলফিল্মের সিনেমা দিয়ে প্রথম অপু বিশ্বাস, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমসহ একাধিক লাক্স তারকার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। এবার পায়ের ছাপ দিয়ে ইমপ্রেস থেকে মেঘলা মুক্তারও অভিষেক হতে যাচ্ছে। আগামী দিনে ইমপ্রেস টেলিফিল্ম আরও ভালো ভালো কাজ করবে।

‘পায়ের ছাপ’ ছবিটি দেখলে জীবন, পেশা ও ভবিষ্যতের জন্য মায়া বাড়বে বলে জানালেন পরিচালক সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘গ্রাম থেকে শহরে এসে অনেকেই ভয় পায়। ‘পায়ের ছাপ’–এ এই ভয়কে জয় করার গল্প দেখানো হয়েছে, যা আমাদের সমাজের সবার জন্য, বিশেষ করে নারীদের অনুপ্রেরণা জোগাবে। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারীর যে অসামান্য ভূমিকা থাকে, সেই গল্প তুলে ধরা হয়েছে।’ প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার আহ্বান জানিয়ে পরিচালক বলেন, ‘পায়ের ছাপ’ ছবিটি দেখে যদি মানুষ জীবন পরিবর্তনের গতিপথ খুঁজে পায়, সাহস পায়, সেটাই হবে এই সিনেমার সার্থকতা।

মেঘলা মুক্তা

‘পায়ের ছাপ’ চলচ্চিত্রে মেঘলা মুক্তা ছাড়াও অভিনয় করছেন শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, দীপান্বিতা মার্টিন প্রমুখ। মেঘলা মুক্তা তাঁর অভিনয়জীবনের শুরুতে ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘পাষাণ’ ও ‘নবাব’–এ ছোট চরিত্রে অভিনয় করেছেন। প্রথমবার দেশের প্রেক্ষাগৃহে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে, তাই ভীষণ উচ্ছ্বসিত তিনি। মেঘলা মুক্তা বলেন, ‘আমার তো অনেক আগে থেকেই চাওয়া ছিল দেশের চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হোক। এত দিন হয়নি। দেরিতে হলেও শেষ পর্যন্ত যে হচ্ছে, এটা আমার জন্য খুব আনন্দের। দেশের প্রেক্ষাগৃহের বড় পর্দায় নিজেকে দেখার জন্য মুখিয়ে আছি।’