‘আশিকি’ দিয়ে আলোচনায় থাকা জোভান কেন শাকিবের সঙ্গে ছবি দিলেন

শাকিব খান ও জোভান। ছবি: জোভানের ফেসবুক থেকে

ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানকে বেশির ভাগ সময় দেখা যায়, নিজের ছবি ও কাজের খবর জানিয়ে ফেসবুকে পোস্ট করতে। সেই জোভানকে হঠাৎ দেখা গেল শাকিব খানের সঙ্গে। ছবিটি নিয়ে নানা কৌতূহল তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, তাহলে কি ছোট পর্দার সাবিলার মতো সামনে শাকিবের সঙ্গে কোনো সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে? ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে আলোচনায় এসেছেন সাবিলা নূর।

‘আশিকি’ নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা
ফেসবুক থেকে

ফেসবুকে পোস্ট করা ছবিটি নিয়ে জোভান বলেন, ‘আমাদের হঠাৎ করেই একটি আয়োজনে দেখা হয়। সেখানে সিয়াম, শরীফুল রাজ, তৌসিফ, মোস্তফা কামাল রাজ ভাইসহ আরও অনেকেই ছিল। দেখা হওয়ার মনে হলো, একটি ছবি তুলে রাখি। মুহূর্তটা ধরে রাখতেই ছবিটি তোলা, এই যা। তবে শাকিব ভাইয়ের সঙ্গে যতটুকু কথা হয়েছে, বুঝেছি তিনি মানুষ হিসেবে নম্র–ভদ্র, অসাধারণ ব্যক্তিত্ব তাঁর। এটাই আমার জীবনে তাঁর সঙ্গে প্রথম দেখা হলো, ভালো লেগেছে।’

‘তাণ্ডব’ সিনেমার পোস্টার। প্রযোজনা সংস্থার ফেসবুক থেকে

ছবিটি নিয়ে কেউ কেউ জোভানকে বড় পর্দায় স্বাগতও জানান। তাহলে কি এই অভিনেতা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, এমন প্রশ্ন করতেই জোভান বলেন, ‘আমার এখনো সিনেমায় যাওয়ার সময় হয়নি। সিনেমা অনেক বড় বিষয়। আমার কাছে মনে হয়, আরেকটু সময় নেওয়া দরকার। নাটকে আরও ভালো কিছু কাজ দিতে চাই। আরও নিজেকে ভাঙতে চাই। তারপরেই সিনেমায় নাম লেখাব।’

ঈদে জোভান অভিনীত নাটক ‘আশিকি’ এখনো আলোচনায় রয়েছে। এক দিনে সবচেয়ে বেশি ভিউ হওয়া বাংলা নাটকের তালিকায় জায়গা করে নিয়েছে ‘আশিকি’। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এক দিনে নাটকটির ভিউ ৬০ লাখের বেশি। সবশেষ দুই দিনে প্রায় ৯০ লাখের মতো ভিউ হয়েছে। নাটকটির ভিউ কোটি ছাড়িয়েছে। এর আগে বিভিন্ন সময় প্রচারের পর প্রথম দিনে রেকর্ড গড়েছিল ‘বড় ছেলে’, ‘শিল্পী’, ‘শ্বশুরবাড়িতে ঈদ’ কিংবা ‘ব্যাচেলর পয়েন্ট’; এর চেয়ে এটি অনেক এগিয়ে। নাটকটি ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে।

আরও পড়ুন