যুক্তরাষ্ট্র-কানাডার ৭৫ হলে ‘রাজকুমার’

নায়ক শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’ ঈদের দিন থেকে সারা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। মুক্তির পর থেকে ঢাকা ও ঢাকার বাইরের প্রেক্ষাগৃহে তুলনামূলক ভালো সাড়া পাচ্ছে ছবিটি। প্রশংসিতও হচ্ছে। এরই মধ্যে খবর এসেছে, হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ ছবিটি এবার যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকেরা সেখানকার প্রেক্ষাগৃহে বসে দেখার সুযোগ পেতে যাচ্ছেন। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া ও ছবিটির পরিচালক আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন, ‘রাজকুমার’ ছবিটি ১৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে।

‘রাজকুমার’–এর গানের দৃশ্য। ফেসবুক থেকে

এবার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ১১ টি ছবি মুক্তি পেয়েছে। দুই শতাধিক প্রেক্ষাগৃহে এত ছবি মুক্তির নজির নিকট অতীতে দেখা যায়নি। ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো হলো ‘রাজকুমার’, ‘ওমর’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘জ্বীন-২’, ‘আহারে জীবন’, ‘লিপস্টিক’, ‘সোনার চর’, ‘গ্রিন কার্ড’, ‘মায়া দ্য লাভ’ ও ‘মেঘনা কন্যা’। পরিবেশনা প্রতিষ্ঠানের হিসাবমতে, একক ও মাল্টিপ্লেক্স মিলে রেকর্ডসংখ্যক ১২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রাজকুমার’। দ্বিতীয় সর্বোচ্চ ২১ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘ওমর’। এ ছাড়া ‘কাজলরেখা’ মুক্তি পেয়েছে শুধু মাল্টিপ্লেক্সের সাতটি হলে। ঈদের ষষ্ঠ দিনে এসে ‘রাজকুমার’ ছবির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানালেন, যুক্তরাষ্ট্র ও কানাডার ৭৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁদের ছবি।

শাকিব খানের সঙ্গে ‘রাজকুমার’ ছবির পরিচালক হিমেল আশরাফ (বামে) ও প্রযোজক আরশাদ আদনান

‘রাজকুমার’ ছবির পরিচালক হিমেল আশরাফ, এর আগে তিনি ‘প্রিয়তমা’ বানিয়ে আলোচনায় আসেন। তিনি জানালেন, যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যে ‘রাজকুমার’ মুক্তি পাচ্ছে। কানাডার একাধিক অঙ্গরাজ্যে মুক্তি পাবে ছবিটি। পরিচালক হিমেল আশরাফও এখন যুক্তরাষ্ট্রের নাগরিক।

তিনি বলেন, ‘যেহেতু আমি নিজেও যুক্তরাষ্ট্রপ্রবাসী, তাই এটা আমার জন্য খুবই আনন্দের। আমাদের এই সিনেমার শুটিংও হয়েছে যুক্তরাষ্ট্রে। তাই আমি মনে করি যে প্রবাসী বাঙালিরা ছবিটির সঙ্গে আরও অনেক বেশি একাত্ম হতে পারবেন। দর্শকদের বলতে চাই, সুন্দর আয়োজনে নিউইয়র্ক ও তার আশপাশটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। “রাজকুমার” গানটি প্রকাশের পর তা দর্শকেরা দেখেছেনও। প্রবাসী বাঙালি দর্শকেরা প্রেক্ষাগৃহে নিশ্চয় যাবেন। কারণ, তাঁদের পরিচিত জায়গাগুলো নিজেদের গল্পে বড় পর্দায় দেখতে পাবেন। পাশাপাশি তাঁদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং সন্তানদের বাংলাদেশ ও বাংলাদেশের সৌন্দর্যটা দেখাতে পারবেন। তাই আমার মনে হয়, দর্শকেরা প্রেক্ষাগৃহে ঠিকই ছুটে আসবেন এবং ছবিটি উপভোগ করবেন।’

‘রাজকুমার’ চলচ্চিত্রে শাকিব খান ও কোর্টনি কফি
ছবি : পরিচালকের ফেসবুক

দেশের প্রেক্ষাগৃহে ‘রাজকুমার’ ছবিটি যেভাবে প্রদর্শিত হচ্ছে, দর্শক যেভাবে আগ্রহ নিয়ে দেখছেন, তা নিয়েও ভীষণ সন্তুষ্টি প্রকাশ করছেন পরিচালক হিমেল আশরাফ। তিনি প্রথম আলোকে বললেন, ‘আমি কিন্তু শতভাগ সন্তুষ্ট। এটাও ঠিক, একটা ছবি দিয়ে সব শ্রেণির দর্শককে কখনোই খুশি করা সম্ভব নয়। এটা আমরা “প্রিয়তমা”র সময় যেমন দেখেছি, তেমনি “রাজকুমার”-এ এসেও দেখছি। সব শ্রেণিকে সন্তুষ্ট করাটা পৃথিবীর কোনো সিনেমা দিয়েও সম্ভব না। “রাজকুমার” ছবিতে আমাদের টার্গেট অডিয়েন্স যাঁরা ছিলেন, সেই জায়গায় আমরা শতভাগ সফল। সিনেপ্লেক্স ও দেশের ভালো ভালো সব প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড় হচ্ছে। তাই আমরা শতভাগ সন্তুষ্ট বলতেই পারি। দেশের বাইরের দর্শকেরা আমার মনে হয়, আরও বেশি মানুষ ছবিটি পছন্দ করবেন।’

‘রাজকুমার’–এ শাকিব খান
ছবি : ফেসবুক থেকে

কী কারণে দেশের বাইরের দর্শক ‘রাজকুমার’ বেশি পছন্দ করবেন বলে মনে করছেন? ‘কয়েকটি কারণ আছে, তার মধ্যে যাঁরা বিদেশে থাকেন, তাঁরা এই ছবিতে প্রবাসের একটা অন্য রকম জীবন দেখতে পাবেন। বাইরে বাইরে থাকা মানুষের ঘরে ফেরার যে আনন্দ, তাড়না—এটাও এই ছবিতে আছে। দেশপ্রেমের ব্যাপারটা ছবিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আবার আমরা যাঁরা প্রবাসে থাকি, তাঁরা বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তানদের কাছ থেকে দূরে থাকি—এই ছবির গল্প সেই শ্রেণির মানুষের আবেগ, অনুভূতিকে স্পর্শ করবে। “রাজকুমার” প্রবাসীদের গল্প, একটা পরিবারের গল্প, দেশপ্রেমের গল্প, মা-ছেলের আবেগ, অনুভূতির গল্প,’ বললেন হিমেল আশরাফ।

‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এ ছাড়া ছবির বিভিন্ন দৃশ্যে আছেন দিলারা জামান, আহমেদ শরীফ, তারিক আনাম খান, মাহিয়া মাহি, এরফান মৃধা শিবলু, আরশ খান, ডা. এজাজ প্রমুখ।