২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কাজের ওপর এই ভোট নেওয়া হয়েছে। আগামী পর্বে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কাজের ভোট নেওয়া হবে ২০২৩–এর জানুয়ারি মাসে। দুই পর্ব থেকে মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিরা চূড়ান্ত মনোনয়নের জন্য লড়বেন।
২০২২–এর জানুয়ারি থেকে জুন পর্বে মনোনয়নপ্রাপ্ত সেরা সাতের তালিকা প্রকাশ করা হলো—
সেরা চলচ্চিত্র অভিনেত্রী (প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র)
১.অপু বিশ্বাস-শ্বশুরবাড়ি জিন্দাবাদ
২.তানজিন তিশা-লোহার তরী l
৩. তমা মির্জা-৭ নাম্বার ফ্লোর l
৪.পূজা চেরি-গলুই l
৫.পরীমনি-মুখোশ
৬.বুবলী-টান l
৭মেহজাবীন চৌধুরী-রেডরাম।