‘পরাণ’ নিয়ে যে প্রশ্নের উত্তর মিমের কাছেও নেই

সিনেমার দুই নায়ক শরীফুল রাজ ও রোশানের সঙ্গে মিম
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

গতকালই ভক্তদের জানিয়েছিলেন, রাতে ফেসবুক লাইভে আসবেন। আড্ডা দেবেন ‘পরাণ’ নিয়ে। তবে উত্তেজনায় পূর্বনির্ধারিত সময়ের আগেই ভক্তদের সঙ্গে আড্ডা শুরু করেন বিদ্যা সিনহা মিম। দীর্ঘ এই আড্ডায় ‘পরাণ’ সিনেমা নিয়ে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তবে ‘পরাণ’ নিয়ে তাঁকে এমন কিছু প্রশ্নের মুখে পড়তে হয়, যার উত্তর তিনি দিতে পারেননি। তবে উত্তর দিতে না পারলেও এটা নিয়ে মন খারাপ হয়নি অভিনেত্রীর। বরং এতে তিনি খুব খুশি।

গত ঈদে মুক্তি পেয়েছে মিম অভিনীত রায়হান রাফির সিনেমা ‘পরাণ’। সিনেমাটি এখন দেশের ৫৫টি প্রেক্ষাগৃহে চলছে। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ দিন দিন আরও বাড়ছে। গতকাল এই সাফল্য উদ্‌যাপন করে ‘পরাণ’ টিম। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ছবির কলাকুশলী উপভোগ করেন ছবিটি। সেই আয়োজন শেষে বাসায় ফিরেই আড্ডা দেন ভক্তদের সঙ্গে। দেশের নানা প্রান্ত থেকে একের পর এক আসতে থাকে ভক্তদের প্রশ্ন। এর মধ্যেই ঠাকুরগাঁও থেকে এক ভক্ত যে প্রশ্ন করেন, তার উত্তর জানা নেই মিমের।

গতকালই ভক্তদের জানিয়েছিলেন, রাতে ফেসবুক লাইভে আসবেন
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ফেসবুক লাইভে ওই ভক্ত মন্তব্য করেন, ‘আমরা পরিবার নিয়ে সিনেমাটি দেখতে চাই। কিন্তু ঠাকুরগাঁওয়ে তো সিনেমা হলই নেই। ছবিটি দেখব কীভাবে?’ এমন প্রশ্নের উত্তরে কী বলবেন, ভেবে পাচ্ছিলেন এই অভিনেত্রী। ভক্তের জন্য মন খারাপ করে মিম বলেন, ‘আচ্ছা, ঠাকুরগাঁওয়ে হল নেই? ভাবতেই পারি না। সো স্যাড। আমি আসলে জানি না, কীভাবে দেখবেন। এর মধ্যে যদি কখনো ঢাকায় আসেন বা আপনার আশপাশে কোথাও ঘুরতে যান, সেখানে দেখে নিতে পারেন।’

এ ছাড়া লাইভে অভিনেত্রীর অনেক ভক্ত জানান, নোয়াখালী, কুষ্টিয়া, পাবনার মতো অনেক জেলার দর্শক সিনেমাটি দেখতে পারছেন না। এ প্রসঙ্গে মিম জানান নিজের মত, এই মুহূর্তে দেশে সিনেপ্লেক্স দরকার। দর্শকেরা সিনেমা দেখতে চান। ঢাকার বাইরে যেসব হল আছে, সেগুলোর বেশির ভাগের পরিবেশ ভালো না। এসব হলে পরিবার নিয়ে সিনেমা দেখার মতো পরিবেশ নেই। ময়লা চেয়ার থাকে, ভেতরে নোংরা, এসি নেই—এমন পরিবেশে কে যাবে সিনেমা দেখতে! এসব হল সংস্কার করে সিনেপ্লেক্স বানিয়ে দেওয়া হোক। তাহলে সবাই সিনেমা দেখতে পারবেন।

বিদ্যা সিনহা মিম
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

কেবল দেশে নয়, বিদেশেরও অনেক দর্শক ‘পরাণ’ দেখতে পারছেন না। লাইভ চলার সময় কাতার, দুবাই, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রবাসীরা সিনেমাটি কীভাবে দেখবেন, তা জানতে চান মিমের কাছে। সবার জন্য না হলেও কিছু দর্শকের জন্য সুখবর দেন মিম, প্রবাসী দর্শকদের জন্য সুখবর। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশে শিগগির সিনেমাটি মুক্তি পাবে। মধ্যপ্রাচ্যেও মুক্তি নিয়ে কথা হচ্ছে। কাতারের এক দর্শকের প্রশ্নের উত্তরে মিম আরও বলেন, ‘বাঙালি কমিউনিটির মাধ্যমে খবর পাবেন, কবে মুক্তি পাবে। আপনাদের ভালোবাসায় মুগ্ধ। সিনেমাটি নিয়ে দেশ ও দেশের বাইরের দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। এটা আমাদের আশাবাদী করবে। এখনো দর্শক লাইন ধরে সিনেমাটি দেখছেন। হলে “পরাণ” হাউসফুল। এভাবেই আপনারা সব সময় দেশের সিনেমার পাশে থাকবেন।’

‘পরাণ’ চলচ্চিত্রে মিম ও রাজ
ছবি : সংগৃহীত

গতকাল ‘পরাণ’-এর সাফল্য উদ্‌যাপন পার্টি নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘সবাই দেখে খুবই প্রশংসা করল। সবাই যখন সিনেমা দেখে হাততালি দিচ্ছিলেন, সেই সময়ের অনুভূতি বলে বোঝানো যাবে না। একটা কাজ নিয়ে এত ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি যে চারপাশ “পরাণ”ময় হয়ে গেছে।’ ‘পরাণ’-এ মিম ছাড়া আরও অভিনয় করেছেন শরীফুল রাজ, ইয়াশ রোহান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশার প্রমুখ।