গুঞ্জনের মধ্যে অপু বিশ্বাস বললেন, বিভ্রান্ত হবেন না
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সিঁথিতে সিঁদুর মাখা কয়েকটি ছবি প্রকাশ্যে আসার পর ভারতীয় গণমাধ্যমে তাঁর বিয়ের গুঞ্জন ছড়িয়েছে, বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন এ চিত্রনায়িকা।
কেন সিঁদুর পরেছিলেন, তা জানিয়ে সোমবার এক ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল, আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন।’
দুর্গাপূজা উদ্যাপনে কলকাতায় গিয়েছেন অপু বিশ্বাস, দশমীর দিন কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। সেখানে লাল- সাদা শাড়ি পরিহিত অপু বিশ্বাসের সিঁথিতে সিঁদুর দেখা গিয়েছিল। আর তা নিয়েই গুঞ্জন ছড়িয়েছিল কলকাতার গণমাধ্যমে।
এর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে চিত্রনায়ক শাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। শাকিব খান ও অপুর সন্তান আব্রাম খান ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। সেদিন অপু বলেন, ‘আমি শাকিবের স্ত্রী, আমাদের ছেলে আছে।’
বিয়ের খবর জনসমক্ষে আসার পর দুজনের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে শাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন। ২০১৮ সালে শাকিবের সঙ্গে বিচ্ছেদ ঘটে। এরপর বুবলীকে বিয়ে করেন শাকিব, তবে তা এত দিন গোপন রেখেছিলেন। সম্প্রতি ছেলে শেহজাদ খান বীরের ছবি ফেসবুকে দিয়ে জানান তার বাবা শাকিব খান, ছেলের বয়স আড়াই বছর।