১৯ সেকেন্ডেই ‘ঝড়’ তুললেন শুভ
অনেক দিন ধরেই নতুন সিনেমার খবর নেই ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। মাঝে তিনি খবরে আসেন একটি হিন্দি ওয়েব সিরিজে অভিনয়ের খবরের সূত্র ধরে। তবে দেশের সিনেমা তিনি কবে ফিরছেন, সেটা জানা যাচ্ছিল না। কয়েক দিন ধরে অবশ্য শোনা যাচ্ছিল, ঈদুল আজহায় ‘নীলচক্র’ সিনেমা দিয়ে ফিরছেন তিনি। গতকাল সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ১৯ সেকেন্ডের একটি টিজার পোস্ট করে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।
এটি কি সিনেমার টিজার? সিনেমা হলে সেটা কি ‘নীলচক্র’? না, ফেসবুকে অবশ্য এ বিষয়ে কিছু জানাননি আরিফিন শুভ। তবে ‘আসিতেছে’ শিরোনামে পোস্ট করা ভিডিওটি পছন্দ করেছেন তাঁর ভক্ত-অনুসারীরা।
এই টিজারে তাঁকে দেখা গেছে পুরোদস্তুর অ্যাকশনের মেজাজে। ভিডিওটি শুরু হয় একটি ধাওয়ার দৃশ্য দিয়ে, দেখে মনে হয়েছে সিনেমায় হয়তো আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্য তিনি।
গতকাল সন্ধ্যায় পোস্ট করা ভিডিওতে আজ দুপুর ১২টা পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে ২২ হাজারের বেশি। ভিডিওতে শুভর অ্যাকশন দেখে মন্তব্যের ঘরে প্রশংসা করেছেন অনেক ভক্ত। এক ভক্ত লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক’।
শুভ মন্তব্যের ঘরে নিজেও মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘এটা বাড়ি, স্কুল বা অন্য কোথায় চেষ্টা করবেন না।’ এটি দিয়ে তিনি টিজারে একটি আগুন লাগানোর দৃশ্য আছে, সেটাই হয়তো ইঙ্গিত করেছেন।
শুভ আনুষ্ঠানিকভাবে না জানালেও মনে করা হচ্ছে এটি ‘নীলচক্র’ সিনেমার টিজার। দিন কয়েক আগে সিনেমাটির পরিচালক মিঠু খান গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে। ছবিতে শুভ ছাড়াও আছেন মন্দিরা চক্রবর্তী।