মস্কোতে বাংলাদেশের ‘মাস্তুল’–এর বিশ্ব প্রিমিয়ার

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র ‘মাস্তুল’–এর নির্মাতা, চিত্রগ্রাহক ও অভিনয়শিল্পীছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘মাস্তুল’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। উৎসবের ৪৭তম আসরে গতকাল মঙ্গলবার ছবিটি প্রদর্শিত হয়েছে।

প্রিমিয়ারে দর্শকসারিতে ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান, চিত্রগ্রাহক আরিফুজ্জামান এবং ‘মাস্তুল’–এর প্রধান দুই অভিনেতা ফজলুর রহমান বাবু ও দীপক সুমন।

দর্শক ও সমালোচকদের ভালোবাসায় অভিভূত অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘মস্কোর মতো এত বড় উৎসবে হাজির হতে পারা যে কারও জন্যই সৌভাগ্যের, আমি নিজের অভিনীত কাজ দিয়ে এই উৎসবে হাজির হতে পারায় সৌভাগ্যবান মনে করছি। এই ছবিতে সুযোগ পাওয়াকেও আমি সৌভাগ্যের মনে করি।’

আরেক অভিনেতা দীপক সুমন বলেন, ‘দর্শক এত নিখুঁতভাবে সবকিছু পর্যবেক্ষণ করেছেন, সেটা দেখে আমি বিস্মিত হয়েছি। একজন ভিনদেশি দর্শক তো আমাকে জিজ্ঞেসই করে ফেললেন যে ‘আমি সত্যি সত্যি জাহাজে জব করি কি না!’ দর্শক ও ক্রিটিকদের এমন ভাবনা নিঃসন্দেহে আমার জন্য বড় প্রাপ্তির।’

‘মাস্তুল’ চলচ্চিত্রের দৃশ্য
ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

চিত্রগ্রাহক আরিফুজ্জামান বলেন, ‘মস্কোতে এসে একটা জিনিস দেখেছি, সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে সিনেমা দেখেন।’

নির্মাতা নূরুজ্জামান বলেন, ‘আমার সবচেয়ে যে বিষয়টি তৃপ্তির লেগেছে, সেটা হলো উৎসবের প্রজেকশন সিস্টেম। এত দারুণ স্ক্রিন, এত বিশাল! সেই সঙ্গে সাউন্ডসহ টেকনিক্যাল সব বিষয়ে ভীষণ তৃপ্তি পেয়েছি “মাস্তুল”-এর প্রিমিয়ারে। দীর্ঘদিন দক্ষিণ ভারতে থেকে এই সিনেমার সাউন্ডের কাজ করেছি, মস্কোতে “মাস্তুল”-এর প্রিমিয়ারে সাউন্ডের যে ডেলিভারি দেখেছি, মনে হয়েছে পরিশ্রম সার্থক।’

নির্মাতা জানান, বৃহস্পতিবার পর্দা নামছে মস্কো চলচ্চিত্র উৎসবের। আর এদিন স্থানীয় সময় রাতে রয়েছে ‘মাস্তুল’-এর আরও একটি প্রদর্শনী। সব ঠিক থাকলে ২৬ এপ্রিল ঢাকায় ফিরবে টিম ‘মাস্তুল’।

জলে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত ‘মাস্তুল’-এ আরও অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে টঙঘর টকিজ।

আরও পড়ুন