‘তার মানে কি ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে বসে আছে?’ প্রশ্ন ফারুকীর

নিজের পছন্দের দলকেই এগিয়ে রাখছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল নিয়ে শোরগোলে পিছিয়ে নেই দেশের তারকারা। গল্প, আড্ডায় কিংবা ফেসবুক—সবকিছু ছাপিয়ে যোগ হচ্ছে খেলা নিয়ে মজার তর্কবিতর্ক। এসব গালগল্পে অন্যদের মতো নিজের পছন্দের দলকেই এগিয়ে রাখছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল রাতে এই পরিচালকের পছন্দের দল ব্রাজিল ১ গোলে হেরেছে। তবে এতে আশাহত নন। সকালে ব্রাজিল তরুণ দলের খেলাকে মূল্যায়ন করেছেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী
ছবি: মোস্তফা সরয়ার ফারুকীর সৌজন্যে

সকালে ফারুকী তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘যেদিন ব্রাজিল তার দ্বিতীয় একাদশ নিয়ে ক্যামেরুনের কাছে হারল, সেদিনই এই কথাটা বলতে চাই। দলের সমর্থনে অন্ধ না হয়ে যাঁরা ফুটবল নিয়ে ভাবেন বা কথা বলেন, তাঁরা নিশ্চয়ই আমার কথাটা বুঝবেন। ব্রাজিলের এবারের স্কোয়াড যেকোনো কোচের জন্য একটা স্বপ্নের স্কোয়াড। আমার মনে পড়ে না শেষ কবে ব্রাজিল এ রকম একটা স্কোয়াড পাইছে।’

মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

বেশ কয়েক দিন আগেই ব্রাজিল কোচ জানিয়েছিলেন, ক্যামেরুনের সঙ্গে ব্রাজিল তাদের তরুণ খেলোয়াড় দিয়ে মাঠে থাকবে। দীর্ঘদিন পরে ব্রাজিল এমন তরুণ দল দিয়ে বিশ্বকাপে কোনো দলের মুখোমুখি হচ্ছে। সেই ব্রাজিলের প্রশংসায় ফারুকী লিখেছেন, ‘যেখানে প্রায় সব পজিশনেই দুজন করে খেলোয়াড় আছে, যারা এ মুহূর্তে বিশ্বের যেকোনো বড় দলের মূল একাদশে জায়গা পেতে পারে। আজকের হেরে যাওয়া খেলাটার রেকর্ডেড ভার্সন দেখলেও বুঝতে পারবেন ব্রাজিলের দ্বিতীয় একাদশটাও ফাইনাল থার্ডে কি রকম শার্প।’

সমালোচনা করতেও ছাড়েননি এই ব্রাজিল সমর্থক পরিচালক
ছবি: সংগৃহীত

তরুণ এই একাদশের কিছু ভুলও রয়েছে। সেগুলোকে সমালোচনা করতেও ছাড়েননি এই ব্রাজিল সমর্থক পরিচালক। তিনি এই প্রসঙ্গে আরও লিখেছেন, ‘ইয়েস, তারা অনেকগুলা ওপেন চান্স মিস করছে। কিন্তু সেটা তাদের অর্গানাইজেশন বা অ্যাটাককে ম্লান করতে পারে না। অ্যামেজিং স্কোয়াড। তার মানে কি ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে বসে আছে? নট অ্যাট অল। চ্যাম্পিয়ন হওয়া নির্ভর করবে একটা নির্দিষ্ট দিনে তারা তৈরি হওয়া সুযোগগুলো কতটা কাজে লাগাতে পারছে, তার ওপর। সেটার ওপর নির্ভর করে হেরেও যেতে পারে, যেমন আজকে হারছে, আবার জিতেও যেতে পারে। কিন্তু আপনি যদি ফুটবল ফলো করেন, ফুটবল ভালোবাসেন, আপনি এটা না বলে পারবেন না ‘হোয়াট অ্যান অ্যামেজিং স্কোয়াড।’