লটারিতে বিজয়ী নির্ধারণ করলেন তারকারা, কারা পেলেন পুরস্কার

কুপন তুলছেন আফরান নিশো, শিবলু ও আতিয়া আনিসাছবি: আশরাফুল আলম

কুপনের স্তূপ থেকে একটি কুপন তুললেন তারকা অভিনেতা আফরান নিশো। কুপনটি ফেনীর বাসিন্দা নূরুন নাহারের; থাইল্যান্ডের এয়ার টিকিট পাচ্ছেন তিনি। তারকা জরিপে আফরান নিশোকেই ভোট দিয়েছিলেন নূরুন নাহার।

পাঠকদের ভোটে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২-এ তারকা জরিপ পুরস্কার দেওয়া হয়। কুপনে ও এসএমএসে পাওয়া ভোট থেকে বিজয়ী নির্ধারণ করতে লটারির আয়োজন করা হয়। র‍্যাফল ড্রতে অংশ নেন আফরান নিশো, ‘সাদা সাদা কালা কালা’ শিল্পী এরফান মৃধা শিবলু ও ‘চলো নিরালায়’ শিল্পী আতিয়া আনিসা। তাঁরা তিনজনই তারকা জরিপে পুরস্কার পেয়েছেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে র‍্যাফল ড্রর আয়োজন করা হয়। আয়োজনের ফাঁকে ‘কথা কইয়ো না’ গান পরিবেশন করেন শিবলু, কণ্ঠ মেলান আতিয়া।

মেগা ড্রতে এসএমএস থেকে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের বাসিন্দা আকবর আলী, তিনি মালয়েশিয়ার এয়ার টিকিট পাচ্ছেন। আকবর আলীকে ফোন করে অভিনন্দন জানান নিশো।

এর আগে কুপন তোলেন শিবলু ও আতিয়া আনিসা। আনিসা যে কুপন তোলেন, সেটিই কুমিল্লার লাকসামের কোনো পাঠকের। আনিসার গ্রামের বাড়িও লাকসামে, কাকতালীয়ভাবে মিলে যাওয়া নিয়ে হাসির রোল পড়ে যায়।

কুপন তুলছেন আফরান নিশো, শিবলু ও আতিয়া আনিসা
ছবি: আশরাফুল আলম

লটারির মাধ্যমে প্রতি পর্বে ৩ জন করে সাত পর্বে মোট ২১ জন এবং সব পর্বের ভোট নিয়ে মেগা ড্র করে ৩ জন বিজয়ীর নাম ঘোষণা করেন তাঁরা। চার পর্বের বিজয়ীদের প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি এলইডি টিভি, তৃতীয় পুরস্কার একটি স্মার্টফোন দেওয়া হয়।

মেগা ড্রয়ের বিজয়ীদের প্রথম পুরস্কার থাইল্যান্ডের টিকিট, দ্বিতীয় পুরস্কার মালয়েশিয়ার টিকিট ও তৃতীয় পুরস্কার নেপালের টিকিট। আগামী সপ্তাহে প্রথম আলো কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
তারকাদের মাধ্যমে লটারি বিজয়ীরা হলেন—

জানুয়ারি-জুন
প্রথম পুরস্কার-প্রান্তি, ঢাকা
দ্বিতীয় পুরস্কার-ইতি, টঙ্গী, ঢাকা
তৃতীয় পুরস্কার-মনির, দিনাজপুর


জুলাই-ডিসেম্বর
প্রথম পুরস্কার-ইসরাফিল, লাকসাম কুমিল্লা
দ্বিতীয় পুরস্কার-আবদুল্লাহ, ঢাকা
তৃতীয় পুরস্কার-জান্নাতুল, লাকসাম, কুমিল্লা


প্রথম পর্ব
প্রথম পুরস্কার-খালেদ আহমেদ সিরাজী, নাসিরাবাদ
দ্বিতীয় পুরস্কার-ইয়াসিন আরাফাত, খুলনা
তৃতীয় পুরস্কার-শিহাব, ঢাকা


সেরা ১০

প্রথম পুরস্কার-শায়লা, ঢাকা
দ্বিতীয় পুরস্কার-তাহমিনা জান্নাত, সিলেট
তৃতীয় পুরস্কার-বাবলু ফাহান, ঢাকা


সেরা ৮
প্রথম পুরস্কার-সাব্বির আলম, ঢাকা
দ্বিতীয় পুরস্কার-রিয়া, নোয়াখালী
তৃতীয় পুরস্কার-সোহেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া

সেরা ৬
প্রথম পুরস্কার-মো. আলী, ঢাকা
দ্বিতীয় পুরস্কার-তমালিকা আকরাম, ঢাকা
তৃতীয় পুরস্কার-শাহাদাত, ভোলা


চূড়ান্ত পর্ব
প্রথম পুরস্কার-হাবিব, ঢাকা
দ্বিতীয় পুরস্কার-তানভীর মাহমুদ, ঢাকা
তৃতীয় পুরস্কার-ফাতেমা আক্তার, ঢাকা


মেগা পর্ব
প্রথম পুরস্কার-নূরুন নাহার, ফেনী
দ্বিতীয় পুরস্কার-আকবর আলী, চট্টগ্রাম
তৃতীয় পুরস্কার-মেহবুবা, নোয়াখালী।

আরও পড়ুন