সাফা, টয়া, শাওন তাঁদের চোখেও পানি দেখেছি: জোভান

অভিনেতা ফারহান আহমেদ জোভান। ছবি: ফেসবুক

অভিনয়ের শুরুটা একসঙ্গে। ক্যারিয়ারের শুরু থেকেই পথচলাটা তাঁদের বন্ধু বানিয়ে দেয়। নাটক দিয়ে এই যাত্রা শুরু হলেও এখন ভিন্ন পথে সফল অভিনেতা সিয়াম আহমেদ ও ফারহান আহমেদ জোভান। সিয়াম সিনেমায় এসে বেশি প্রশংসা পাচ্ছেন। অন্যদিকে নাটক দিয়ে ভক্তদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছেন জোভান। এবারও সর্বাধিক ভিউ হওয়া ও প্রশংসিত নাটক জোভানের দখলে। এ অভিনেতা ব্যস্ততার ফাঁকে সবার আগে দেখেছেন বন্ধু সিয়ামের ‘জংলি’ সিনেমা। বন্ধুর সিনেমা নিয়ে কী বললেন জোভান।

স্ত্রী সাজিন আহমেদের সঙ্গে জোভান। ছবি: ফেসবুক

ঈদে প্রতিবারের মতো একাধিক নাটক দিয়ে দর্শকদের সামনে আসেন জোভান। এবারও এর ব্যতিক্রম নয়। এবারও ঈদে প্রচারিত হওয়া ‘তোমাদের গল্প’, ‘হৃদয়ের এক কোণে’সহ একাধিক নাটক ট্রেন্ডিংয়ে ছিল। এসব নাটক নিয়ে একের পর এক ফেসবুক লাইভে ভক্তদের মুখোমুখি হয়েছেন। এমন ব্যস্ততার ফাঁকে জোভানের এবার অন্যতম আগ্রহ ছিল বন্ধু সিয়াম অভিনীত সিনেমা ‘জংলি’ নিয়ে।

জোভান আগে থেকেই জানতেন সিনেমাটি নিয়ে আলাদা সময় দিয়েছেন সিয়াম। বন্ধুর সেই পরিশ্রম জোভানের মতে বৃথা যায়নি। সেটাই জানতে চেয়েছিলাম জোভানের কাছে? সিনেমাটি দেখে ১০–এ কত দেবেন বন্ধুকে? এই প্রশ্নের উত্তরে, সময় না নিয়েই জোভান বলেন, ‘আমি সিয়ামকে তার অসাধারণ অভিনয়ের জন্য ১০–এ ৯ দেব। আর সে যে হার্ড ওয়ার্ক করেছে, সেটার জন্য সে ১০–এ ১০ প্রাপ্য। এবার সত্যি বলতে নতুন এক সিয়ামকে পর্দায় দেখেছি। ভালো লেগেছে।’

তৌসিফ, জোভান, সিয়াম ও অন্যরা আড্ডায়। ছবি: ফেসবুক

তাহলে কি বন্ধুর জন্য এই প্রশংসা, নাকি দর্শক হিসেবে? এমন প্রশ্ন শুনে জোভান বলেন, ‘সিয়ামকে নিয়ে বন্ধু হিসেবে আমি কিছুই বলিনি। আমি যা বলেছি, একজন সাধারণ দর্শক হিসেবে সিয়ামকে রেটিং দিলাম। সে যে প্রশংসা পাচ্ছে, এটার সে যোগ্য।’
আপনার কাছে কেন মনে হয়েছে সিয়াম ১০-এ ৯ ও ১০ পাওয়ার যোগ্য? ‘এর কারণ চরিত্র নিয়ে একটা অভিনেতা কতটা কষ্ট করেছে, সেটা পর্দায় বোঝা যাচ্ছে। এটা সহজেই দর্শকদের কাছে প্রকাশ পায়। আমার কাছেও সেটাই প্রকাশ পেয়েছে। আমি ওকে (সিয়াম) অবশ্যই অভিনন্দন জানাতে চাই, এত সুন্দর একটি সিনেমায় অভিনয় করার জন্য।’ বলেন জোভান।

‘জংলি’ সিনেমার পোস্টারের লুকে সিয়াম
ছবি : ফেসবুক

সম্প্রতি সিনেমাটি পুরো পরিবার নিয়ে দেখেছেন এই অভিনেতা। তাঁদের সঙ্গে আরও ছিলেন অভিনয়শিল্পী সাফা কবির, মুমতাহিনা টয়া, সৈয়দ জামান শাওনসহ অনেকেই ছিলেন। তাঁদের সবার মন জয় করেছেন সিয়াম। তাঁদের কাছে মানবিক এই গল্পটি ভালো লেগেছে।

বিশেষ প্রদর্শনীতে সিনেমাটি দেখেছেন জোভানরা। এই অভিনেতা বলেন, ‘একেকজনের অনুভূতি একেক রকম। তবে আমার পরিবারের সবার চোখে সিনেমা দেখে চোখে পানি চলে এসেছে। সাফা, টয়া, শাওন তাদের চোখেও পানি দেখেছি। আমি ও আমার স্ত্রীর কান্না পেয়েছে। সিনেমাটি ভালো হয়েছে এটা তো বলবই। দর্শকদের অনুভূতিকে ধরতে পারা, এটা ভালো অভিনয়ের মাধ্যমেই সম্ভব।’ এই অভিনেতার স্ত্রীর নাম সাজিন আহমেদ।