বুবলী ফেসবুকে কাকে ইঙ্গিত করে এমন পোস্ট লিখলেন
সপ্তাহখানেক ধরে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত চিত্রনায়িকা শবনম বুবলী। শুটিংয়ে ব্যস্ত থাকলেও তাঁর একাধিক ফেসবুক পোস্ট নিয়ে চলচ্চিত্র অঙ্গনের মানুষের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। আজ শুক্রবার বিকেলে নিজের ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন। নিজের একটি নতুন স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে, তখনই বুঝে নিও—তারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত।’
চিত্রনায়িকা শবনম বুবলীর হঠাৎ এমন পোস্ট দেওয়ার বিষয়কে অনেকেই বলছেন, অপু বিশ্বাসকে রাগাতেই এমন কৌশলী পোস্ট দেওয়া হয়েছে। অনেক সময় আবার অপু বিশ্বাসও এমনটা করে থাকেন বলে কেউ কেউ মত দিয়েছেন। শাকিব খানের সাবেক দুই স্ত্রী বিভিন্ন সময় ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে থাকেন। এতে করে দুই তারকার ভক্তরা বিবাদে জড়ান। দুজনের বেশির ভাগ ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে চোখ রাখলেই তা দেখা যায়।
অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চ্যুয়াল ঝগড়া নতুন কিছু নয়। হুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে তাঁরা দুজনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে থাকেন। নানা কৌশল তাঁরা একে অপরকে বুঝিয়ে দিতে চান, একজন আরেকজনের চেয়ে এগিয়ে, একজন আরেকজনের চেয়ে কাজ নিয়ে বেশি ব্যস্ত। আজ শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে শবনম বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে, তখনই বুঝে নিও—তারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত। তাই উপেক্ষা করো, নিজের মতো সময়টা উপভোগ করো।’ বুবলীর এমন ক্যাপশনে কাকে খোঁচা দেওয়া হয়েছে, তা যেন বুঝতে বাকি নেই নেটিজেনদের। স্থিরচিত্রের জন্য প্রশংসা কুড়ালেও ক্যাপশন দেখে কেউ কেউ বলছেন, এটি নিশ্চয় অপু বিশ্বাসকে উদ্দেশ করে লেখা! কারণ, ঢালিউডের এই দুই তারকার ভার্চ্যুয়াল ঝগড়ার ব্যাপারে কমবেশি সবাই অবগত।
মার্চ মাসের শেষ সপ্তাহে শাকিব খানের জন্মদিনে দুই সন্তান আব্রাহাম ও শেহজাদের সঙ্গে তাদের চিত্রনায়ক বাবার একান্ত মুহূর্তের একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনে সেই পোস্টে সন্তানের জন্য বাবার ভালোবাসার গভীরতা বোঝানোর চেষ্টা করেন। তাতেই যেন বিপত্তি বাধে। বুবলী পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর একই রকম পোস্ট দেন অপু বিশ্বাসও। সেই পোস্টে বুবলীকে খোঁচা দিয়ে ক্যাপশনও দেন অপু। এরপর তাঁদের ভক্ত এবং চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা দুইয়ে দুইয়ে চার মেলাতে থাকেন।
শাকিব খানকে ঘিরে তাঁর সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চ্যুয়াল ঝগড়া যেন থামার নয়। গত মঙ্গলবার দুপুরেও চিত্রনায়ক বাবা শাকিব খানের সঙ্গে সন্তান শেহজাদের স্থিরচিত্রসহ ফেসবুকে একটি পোস্ট দেন শবনম বুবলী। যে স্থিরচিত্রে দেখা গেছে, শাকিব খান তাঁর ছেলে শেহজাদ খানের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। বাবা-সন্তানের আদুরে মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে বুবলী ক্যাপশনে লেখেন, ‘পরিবার—যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।’
বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। ঘণ্টাখানেকের মধ্যে তিনিও বড় ছেলে আব্রাহাম খানের সঙ্গে তার চিত্রনায়ক বাবা শাকিব খানের একান্ত মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেন। সেসব স্থিরচিত্রের ক্যাপশনে বুবলীকে খোঁচা মেরে অপু বিশ্বাস লিখেছিলেন, ‘বাবা এমন একটি শব্দ, যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তাও বাবা–ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’ প্রশংসার পাশাপাশি অপুর পোস্টের সমালোচনা করতেও ছাড়েননি অনেকে। ফেসবুকে একজন লিখেছেন, ‘একই দিনে দুই গ্রুপের পোস্টের প্রতিযোগিতা।’ আরেকজন লিখেছিলেন, ‘আপু, এত দেরি করলেন কেন!’