প্রেমের গল্প নয়, তবে রোমান্সে ভরপুর

দেশের প্রেক্ষাগৃহে আজ শুক্রবার দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। সাইফুল ইসলাম পরিচালিত ‘পায়ের ছাপ’ ও আলী জুলফিকার জাহেদীর ‘কাগজ: দ্য পেপার’। এর মধ্যে ‘কাগজ: দ্য পেপার’ ছবিটি দিয়ে অভিষেক হচ্ছে পরিচালকের।

‘ভিন্নভাবে এ ছবির গল্পটা বলতে চেয়েছি। এটি প্রেমের গল্প নয়, কিন্তু রোমান্সে ভরপুর। এই ছবিতে রয়েছে মনস্তাত্ত্বিক খেলা।’ কথাগুলো ‘কাগজ: দ্য পেপার’ চলচ্চিত্রের পরিচালক আলী জুলফিকার জাহেদীর। তিনি এই ছবির চিত্রনাট্যকার ও প্রযোজক। আজ চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তাঁর। নাটক প্রযোজনা আর নির্মাণের সঙ্গে এত দিন জড়িত থাকলেও এবারই প্রথম ছবি নির্মাণ করলেন। তাই প্রথম ছবি মুক্তির আগে গতকাল কথা প্রসঙ্গে জানালেন, ভালো ও মন্দ দুই ধরনের অনুভূতি হচ্ছে তাঁর।

ঢাকার লায়ন প্রেক্ষাগৃহ ছাড়া ঢাকার বাইরের আরও ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে কাগজ: দ্য পেপার ছবিটির। এই ছবির নায়ক মামনুন ইমন। ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে ইমনের চলচ্চিত্রে অভিষেক। এ পর্যন্ত প্রায় ৩০টি সিনেমা করেছেন। তিনি জানালেন, পাসওয়ার্ড চলচ্চিত্র দিয়ে আলোচনায় এলেও এখন পর্যন্ত তাঁর অভিনীত সেরা চরিত্র বীরত্ব ছবির রাজু। ‘কাগজ: দ্য পেপার’ ছবিটি নিয়ে আশাবাদী এই তারকা।

তিনি বলেন, ‘অনেক ধরনের গল্পে কাজ করেছি, সত্যি কথা বলতে, আমার অভিনয়জীবনে এ রকম গল্প আগে কখনোই পাইনি। এটা মাইন্ড গেমের একটা খেলা, যে খেলাটা চলচ্চিত্রে খেলতে গিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে।’

গতকাল সন্ধ্যায় যখন ইমনের সঙ্গে কথা হচ্ছিল, তখন তিনি ব্যাংককে। তিনি জানালেন, স্ত্রী ও সন্তানদের নিয়ে বেড়াতে গেছেন। তিনি বলেন, ‘মুক্তির সময়টায় ঢাকায় থাকার ভীষণ ইচ্ছা ছিল। কিন্তু পরিবারের বেড়াতে আসার পরিকল্পনা আরও অনেক আগের। আমার কাজ ও পরিবারের সবার সময় সমন্বয় করে এই সময়টায় তাই বেড়াতে এসেছি। তবে সবাইকে ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।’

ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তির আগে ‘কাগজ: দ্য পেপার’ ভারতের কলকাতায় টেগর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও তামিলনাড়ু কলিউড ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেয়। এই ছবিতে ইমন ও আইরিন ছাড়া আরও অভিনয় করেছেন মাইমুনা মম এবং বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মডেল ইমি ও এলিনা শাম্মী।

‘কাগজ: দ্য পেপার’ ছবিতে ইমনের নায়িকা আইরিন এখন চলচ্চিত্রে অনিয়মিত। দুই বছর ধরে একটি আইটি ফার্মে কর্মরত আছেন। তিনি জানালেন, গত বছরের মার্চে গন্তব্য নামে তাঁর একটি ছবি মুক্তি পায়। এরপর এ বছরের ফেব্রুয়ারিতে চৈত্র দুপুর নামে নতুন একটি চলচ্চিত্রের শুটিং করেছেন। তিনি বলেন, ‘অনেক দিন পর ছবি মুক্তি পাচ্ছে, তাই কাজের ফাঁকে প্রচারণা চালিয়ে যাচ্ছি। কারণ, দারুণ একটি গল্পের অংশ হয়েছি। এই ধরনের গল্পের ছবিতে দর্শকেরা নতুন কিছু খুঁজে পাবেন। আমি আসলে ভালো গল্পের ছবি পাচ্ছিলাম না বলে জব শুরু করি। তবে এই ধরনের গল্প পেলে চাকরির পাশাপাশি অভিনয়টাও করব।’