২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

৪০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য থেকে যেভাবে সিনেমা হলো ‘বলী’

‘বলী’ সিনেমার পোস্টার ও পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী।ছবি: সংগৃহীত

২০১৪ সালের কথা। তখন ‘বলী’ ছবির চিত্রনাট্যের প্রথম খসড়া লেখার কাজ হয়। পরিচালকের ভাবনা ছিল ‘বলী’কে ৪০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানানো হবে। সব পরিকল্পনা চূড়ান্ত, শুটিংয়ের আগের দিন বেঁকে বসলেন ছবির মূল অভিনেতা। ভেস্তে গেল সব। ইকবাল বলেন, ‘পরবর্তী সময় এই গল্পটাকে আমি বেছে নিয়েছি নাকি গল্প আমাকে বেছে নিয়েছে, জানি না।’ দেশের প্রেক্ষাপটে সিনেমা নির্মাণ মানেই নানা প্রতিকূলতা। তবে এসব পাত্তা না দিয়ে ২০২১ সালে ‘বলী’ সরকারি অনুদান পায়।

আরও পড়ুন

পরিচালক বলেন, ‘পিপলু আর খানের অ্যাপল বক্স প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গে থাকায় আমাদের জন্য কাজটা আসলে খুব কঠিন হয়নি। আমার নির্বাহী প্রযোজক তানভীর হোসেন, সহপ্রযোজক সাইফুল আজিমের অসামান্য সহযোগিতার কথা আলাদাভাবে বলতে হয়। এর বাইরে, ছবির ভিএফএক্স খুব চ্যালেঞ্জিং ছিল। পানির নিচের দৃশ্য ধারণ করতে গিয়ে আমাদের অনেক ঝামেলায় পড়তে হয়েছে। অভিনেতাদের বলীখেলা শেখানোর জন্য আমাদের দুজন বলী খুঁজে আনতে হয়েছে সেই কুতুবদিয়া থেকে।’

পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী
ছবি : সংগৃহীত

এরপর দীর্ঘ সময় যায় প্রি-প্রোডাকশনে। একঝাঁক তরুণ মুখ নিয়ে গত বছর শুরুর দিকে বলীর শুটিং শুরু হয়। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। তাঁর ওপর কেন ভরসা করলেন—এমন প্রশ্নে ইকবাল বলেন, ‘কারণ, তাঁর চেয়ে ভালো কোনো বিকল্প আমার হাতে ছিল না। ২০২২ সালে যখন ওনাকে ছবিতে নিই, তিনি তখন “অ্যালেন স্বপন” হয়ে ওঠেননি। নাসির উদ্দিন অন্তত আমার কাছে যেকোনো বিচারে বিশ্বের বড় মাপের অভিনেতাদের একজন।’

পরিচালক আগে ছিলেন সাংবাদিক। সেখান থেকে চলচ্চিত্র নির্মাণে আসার গল্পটা একদমই আলাদা। নতুন করে আবার শুরু করতে হয়েছে। ইকবাল বলেন, ‘কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ আমাকে দুই বছরের জন্য ফেলোশিপ দিয়েছে। সাধারণত যাঁরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ফিল্ম প্রোডাকশন পড়েন, তাঁরা ফিল্ম ফিলোসফি পড়েন না। আমার সমস্যা, আমি দুটোই পড়েছি। সিনেমার দুটো দিকই আমার সমান পছন্দ।’

বুসানে অটোগ্রাফ দিচ্ছেন নাসির উদ্দিন খান। ভিডিও থেকে নেওয়া

চুপিসারেই পরিচালক গত বছর সিনেমার শুটিং শেষ করেন। এরপর বাকি কাজ হয় কানাডায়। এই সময় ট্রেলার, টিজার কোনো কিছুই প্রকাশ করেননি; গল্প নিয়েও জানাননি। এই প্রসঙ্গে ইকবাল বলেন, ‘এখন বাংলাদেশের ওটিটি কনটেন্ট বা অনেক সিনেমাও তাদের মার্কেটিংয়ে বড় বাজেট খরচ করে। আমাদের সেই বাজেট বা সুযোগ ছিল না। তাই ভাবলাম উল্টোটা করি। কাউকে না–ই বলি, আমাদের ছবির শুটিং শেষ, সরকারের উপদেষ্টা কমিটি আমাদের সিনেমার চূড়ান্ত কপি দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছে ইত্যাদি।’

একজন তরুণ, তিনবারের চ্যাম্পিয়ন বলী খেলোয়াড়কে চ্যালেঞ্জ করেছে একজন বয়স্ক লোক—এটাই গল্প। কিন্তু ‘বলী’ আসলে স্রেফ এই শক্তি আর কৌশলের খেলার চেয়ে বেশি কিছু। গল্প সম্পর্কে আপাতত এটুকুই বলতে চান পরিচালক। তিনি জানান, ছবিটি পুরোপুরি তৈরি হয়েছে সবেমাত্র মাস কয়েক হলো। এরপরই প্রথম সংবাদ এল বুসান উৎসব থেকে। ইকবাল বলেন, ‘“বলী”কে সরাসরি নিউ কারেন্টস বিভাগে আমন্ত্রণ জানিয়েছে, আমরা সেটাকে খুবই সম্মানের সঙ্গে গ্রহণ করেছি। আমরা বুসান উৎসব কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। নিউ কারেন্টসে একই বছরে দুটি ছবি, এটা বাংলাদেশের সিনেমার ইতিহাসে অবশ্যই একটি অবিস্মরণীয় ঘটনা। কিম জিসুক বিভাগে শ্রদ্ধেয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমাও আছে। সব মিলিয়ে বিশ্বের অনেক বড় পত্রিকা এই সুবাদে বাংলাদেশকে তাদের শিরোনামে এনেছে।’ ‘বলী’ নিয়ে সামনের পরিকল্পনা জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমি এখন পরের সিনেমা লিখছি। “বলী” নিয়ে বাকি ভাবনা আমার প্রযোজকেরা করবেন।’

চলতি বছর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে মনোনয়ন পেয়েছিল বলী। আজ ২৮তম উৎসবের সমাপনী দিনে পুরস্কার জিতেছে ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‌‘বলী’ (দ্য রেসলার) সিনেমাটি। শুক্রবার বাংলাদেশ সময় সকালে উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। বুসান উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়েছে। মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে পুরস্কার জিতল ‌‘বলী’। নিউ কারেন্টস বিভাগে দুটি সিনেমাকে পুরস্কার দেওয়া হয়। ‌‘বলী’ ছাড়া এ বিভাগে পুরস্কার জিতেছে জাপানের মোরি তাতসুয়ার ‘সেপ্টেম্বর ১৯২৩’। দুই সিনেমাই পুরস্কার হিসেবে ৩০ হাজার ডলার পেয়েছে।