তাহলে মিথ্যা বলেননি বুবলী!

‘দেয়ালের দেশ’ ছবিতে শরিফুল রাজ ও শবনম বুবলীছবি : পরিচালকের সৌজন্যে

সম্প্রতি ‘দেয়ালের দেশ’ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা শবনম বুবলী। ঈদে মুক্তি পাচ্ছে ভিন্নধারার এই চলচ্চিত্র। অভিনেত্রী বলেছিলেন, ‘“দেয়ালের দেশ” সিনেমাটি আমার কাছে অন্য রকম এক ভালোবাসা। এখানে দর্শকেরা বুবলীকে যেভাবে দেখবেন, সেভাবে আগে দেখেননি।’
ঈদে শুভমুক্তির আগে আজই প্রকাশ্যে এসেছে সিনেমাটির পূর্বাভাস; যা দেখে মনে হচ্ছে, বুবলী মিথ্যা বলেননি। সিনেমাতে তাঁকে দেখা গেছে, সাদাসিধে এক তরুণীর ভূমিকায়। আর শরীফুল রাজকেও এমনভাবে আগে দেখা যায়নি।

সামাজিক মাধ্যমেও সিনেমাটিকে ঘিরে বাড়তি আগ্রহ দেখাচ্ছেন তাঁদের ভক্তরা। দর্শকদের প্রতিক্রিয়া দেখে মনে করা হচ্ছে, এবারের ঈদে সাড়া ফেলতে পারে রাজ-বুবলীর দেওয়ালের দেশ।

বুবলী– রাজ
পরিচালকের সৌজন্যে

প্রকাশিত টিজারে দেখা গেছে, হিমঘরের পাটাতন থেকে শবনম বুবলীর লাশ বের করছেন শরীফুল রাজ, এরপর আরেকটি দৃশ্যে দেখা যায়, বুবলীর লাশের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বসে আছেন নায়ক। এমনই করুণ প্রেক্ষাপট ফুটে উঠেছে গল্পের পূর্বাভাসে। এই দৃশ্য দেখে ভাবা যেতেই পারে, সিনেমাটিতে আছে করুণ ট্র্যাজেডির গন্ধ। সব মিলিয়ে ‘দেয়ালের দেশ’-এ অন্য রকম রাজ-বুবলীকে দেখতে পাবেন ভক্তরা।

এর আগে সিনেমার ফাস্টলুক পোস্টার প্রকাশ হয়েছিল। সেখানেও রাজ-বুবলীর এই মর্মান্তিক দৃশ্যের ছবি দেখানো হয়েছিল। এটি সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। গত বছরের মার্চে শুরু হয়েছিল শুটিং। ছবি বানিয়েছেন তরুণ নির্মাতা মিশুক মনি।

‘দেয়ালের দেশ’ ছবিতে শরিফুল রাজ ও শবনম বুবলী
পরিচালকের সৌজন্যে

এটি তাঁর প্রথম চলচ্চিত্র। সে সময় বুবলী বলেছিলেন, অনুদানের গৎবাঁধা চিন্তাধারার বাইরে দুর্দান্ত গল্পের চিত্রনাট্য এটি। একই প্রতিক্রিয়া দেখিয়েছিলেন গল্পের নায়ক রাজও। সিনেমাটিতে রাজ-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসাইনসহ অনেকে।

বুবলী ও রাজ
সংগৃহীত