যে কারণে সেন্সর পেল না ছবিটি
‘মিশন এক্সট্রিম’-এর পর ‘নূর’ ছবিতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী—এটা পুরোনো খবর। রায়হান রাফির এই নতুন ছবির শুটিং শেষ হয়েছিল আগেই। বাকি ছিল সেন্সর ছাড়পত্র পাওয়া। কিন্তু ছবিটি দেখার পর ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। ছবির কারিগরি দিক নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন তাঁরা। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
রাফি বলেন, ‘আমিও শুনেছি ‘নূর’ ছবিতে কিছু বিষয় সংশোধনের জন্য বলেছে সেন্সর বোর্ড। কিন্তু আমি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি। সেন্সর কোনো ছবি দেখার পর নিজের পর্যবেক্ষণ জানাবে এটা খুবই স্বাভাবিক বিষয়। আমাদের কাছে যে দিকনির্দেশনা আসবে সে অনুযায়ী ঠিক করে আবার আবেদন করব। আমরা সব সময় সেন্সর বোর্ডকে সম্মান করি। তাদের মূল্যায়নের প্রতি আমাদের আস্থা আছে।’
খোঁজ নিয়ে জানা গেছে গত সপ্তাহে ‘নূর’ সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখেছেন। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে সেন্সর বোার্ডের সদস্য ও নির্মাতা সোহানুর রহমান সোহান বলেন, ‘আমরা ছবিটি দেখেছি। ছবিটির ডাবিং পুরোপুরি শেষ করা হয়নি। তাই আমরা ছবিটির ডাবিং সম্পূর্ণ করে দিতে বলেছি। ছবির কোনো দৃশ্য নিয়ে সমস্যা নেই, পুরোপুরি টেকনিক্যাল বিষয়।’
‘নূর’–এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবিটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন আরিফিন শুভ। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। গত বছরের সেপ্টেম্বরে পাবনায় হয় পুরো ছবির শুটিং। এক মফস্বল শহরের প্রেম-বিরহের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। চলতি বছর ১৩ জানুয়ারি প্রকাশ করা হয়েছিল ‘নূর’ ছবির ফার্স্ট লুক পোস্টার।