আবার স্বামী–স্ত্রী চরিত্রে নিপুণ ও বর্ষণ

সিনেমার একটি দৃশ্যে নিপুণ ও বর্ষণ। ছবি: সংগৃহীত

গত বছর একসঙ্গে প্রথম অভিনয় করেন ইমতিয়াজ বর্ষণ ও নিপুণ আক্তার। তাঁদের দেখা যায় ‘অপলাপ’ ওয়েব ফিল্মে। এ জুটিকে পছন্দ করেন ভক্তরা। নিপুণ নিজেও ইমতিয়াজ বর্ষণের অভিনয়ে মুগ্ধ হন। সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি হলেন নিপুণ-বর্ষণ। জাহিদ হোসেনের ‘আজান’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।

‘অপলাপ’ ওয়েবে তাঁদের দেখা যায় শহরের আধুনিক দম্পতির চরিত্রে। সেখানে নিপুণকে দেখা যায় অন্যের সঙ্গে প্রেমে জড়াতে। ঘটনার একপর্যায়ে খুন হন বর্ষণ। সেই গল্পই দর্শককে আটকে রেখেছিল।

শুটিংয়ের ফাঁকে বর্ষণ ও নিপুণেরা। ছবি: সংগৃহীত

এবার ‘আজান’ সিনেমায় দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা হিসেবে ইমতিয়াজ বলেন, ‘নিপুণের সঙ্গে আগে যেমন দর্শক দেখেছিলেন শহরের বর্তমান সময়ের এক দম্পতির চরিত্রে। থ্রিলার একটি গল্প ছিল। সেখানে এবার একেবারেই আলাদা চরিত্রে আমরা কাজ করছি। আবার আমরা যে স্বামী–স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি, সেটাই দারুণ অভিজ্ঞতা। কারণ, এবারের গল্পটি আশির দশকের।’

নিপুণ আক্তার। ছবি: ফেসবুক

গত বছর গাজীপুরে ‘আজান’ সিনেমার শুটিং হয়েছে। বর্তমানে সিনেমাটির ডাবিং শেষ পর্যায়ে। ডাবিংয়ে গ্রামীণ চরিত্রের জন্য আলাদা করে আঞ্চলিক ভাষা রপ্ত করতে হয়েছে অভিনয়শিল্পীদের। ইমতিয়াজ বর্ষণ বলেন, ‘শুটিংয়ে আমাদের বোঝাপড়া দারুণ ছিল। প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রামের মেয়ে নিপুণ, আমি কৃষক। গ্রামের মেয়ে যেমন হয়, মেকআপের পর ঠিক তেমনটাই মনে হচ্ছিল। আর আমি তো চাষির চরিত্রে অভিনয় করেছি। এটা নিয়েই আমরা অনেক মজা করেছি। এগুলো নিয়ে শুটিংয়ের ফাঁকে আমাদের অনেক কথা হতো।’

ইমতিয়াজ বর্ষণ
ছবি : প্রথম আলো

টানা ‘আজান’ সিনেমার শুটিং শেষ হয়। বর্তমানে সিনেমাটির ডাবিং চলছে। সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন জানান, সিনেমাটি তিনি চলচ্চিত্র উৎসবে জমা দিতে চান। সিনেমার গল্প নিয়ে তিনি গণমাধ্যমে বলেন, আশির দশকের রাজনৈতিক বাস্তবতা, যুদ্ধাপরাধীদের উত্থান ও একটি মেয়ের সংগ্রামের গল্প সিনেমায় উঠে এসেছে। যে মেয়েটি মা হতে পারে না। তাকে নিয়ে এগিয়ে চলে গল্প। সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।