শাকিবের যে সিনেমায় ‘বুবলী’ হয়েছিলেন অপু বিশ্বাস
শাকিব খানের সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুই নায়িকাকে প্রায়ই ‘ভার্চ্যুয়াল যুদ্ধে’ জড়িয়ে পড়তে দেখা যায়। কিন্তু জানেন কি, একটি সিনেমায় ‘বুবলী’ চরিত্রে অভিনয় করেছিলেন অপু! যে সিনেমায় আবার নায়ক ছিলেন শাকিব খান।
১৯ বছরের অভিনয়জীবনে শ খানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর মধ্যে ৮০টির মতো ছবিতে তিনি শাকিব খানের নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। শাকিবের বিপরীতে কখনো আলো, প্রিয়া, সাথি কখনো বা তানিয়াসহ অনেক চরিত্রে দেখা গেছে তাঁকে। তবে মজার কথা হলো ‘মনের ঘরে বসত করে’ সিনেমায় অপু বিশ্বাস ‘বুবলী’ নামের চরিত্রে অভিনয় করেন।
২০১১ সালে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা ‘মনের ঘরে বসত করে’। যৌথভাবে প্রযোজনা করেন খোরশেদ আলম ও মোহাম্মদ ইকবাল।
চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, চঞ্চলা চঞ্চু, মিশা সওদাগর, রেহানা জলি, কাজী হায়াত ও ইলিয়াস কোবরা। চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসায়িক সফলতা পায়। সিনেমায় শান্ত চরিত্রে অভিনয় করেন শাকিব খান আর অপু বিশ্বাস অভিনয় করেন বুবলী চরিত্রে।
সিনেমায় শহরের নামকরা আইনজীবী বুবলী চরিত্রে দেখা যায় অপু বিশ্বাসকে। তবে সিনেমা শুরু হয় তাঁর শৈশবের এক কষ্টের গল্প দিয়ে। সিনেমার গল্পে দেখা যায়, শৈশবে পরিবারের সঙ্গে কক্সবাজার ঘুরতে গিয়ে অপহরণের শিকার হন বুবলী। তবে সন্ত্রাসীদের দলে থাকা শান্ত নামের এক বালকের বিচক্ষণতায় সেখান থেকে পালাতে পারে বুবলী। পুরস্কারের বদলে শান্তকে আটক করে পুলিশ, সন্ত্রাসীদের ধরতে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয় তাকে। পুলিশের অভিযানে আটক হয় সন্ত্রাসীরা। এরপর বুবলীর খোঁজে হোটেলে এলে শান্ত জানতে পারে ভ্রমণ শেষে পরিবারের সঙ্গে ঢাকায় চলে গেছে বুবলী। ঢাকায় এসে বুবলীকে খুঁজতে থাকে শান্ত, আর বুবলী শান্তর স্মৃতি নিয়ে বাঁচতে থাকে। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।
সিনেমাটি এখনো দর্শকের আগ্রহে রয়েছে। ২০১৯ সালে এটি ইউটিউবে মুক্তি পায় অনুপম মুভিজ চ্যানেলে। সিনেমার ভিউ প্রায় তিন কোটি। মন্তব্য করেছেন আড়াই হাজারের বেশি দর্শক।