পরিচালক, নায়কেরা কতটা মনে রেখেছেন সালমান শাহকে

১ / ৯
সালমান শাহকে স্মরণ করে ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আজ সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকী। সালমান শাহ ৯০ দশকে রূপালি পর্দায় রাজত্ব করেছিলেন। অল্প সময়ের এই ক্যারিয়ারে দেশের চলচ্চিত্র শিল্পকে তিনি অন্য উচ্চতায় নিয়ে যান।’
ছবি: সংগৃহীত
২ / ৯
আরেক চিত্রনায়ক ওমর সানী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার সহযোদ্ধা, তোমার চলে যাওয়াটা ২৬ বছর যাবৎ আমাকে কষ্ট দেয়, একদিন আমারও চলে আসতে হবে তোমার কাছে... সালমান শাহ (ইমন) আল্লাহ জান্নাত নসিব করুন।’
ছবি: সংগৃহীত
৩ / ৯
ঢালিউডের খল অভিনেতা মিশা সওদাগর সালমান শাহকে স্মরণ করে লিখেছেন, ‘চলে যাওয়ার ২৬ বছরেও সালমান শাহ সমসাময়িক। এটাকেই বলে নায়ক।’
ছবি: সংগৃহীত
৪ / ৯
পরিচালক মালেক আফসারির ‘এই ঘর এই সংসার’ সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ। এই পরিচালক তাঁর প্রিয় চিত্রনায়ক সম্পর্কে ছবি পোস্ট করে লিখেছেন, ‘যে ঘরে নায়ক। সে বাইরেও নায়ক। এফডিসির প্রতিটি মানুষের কলিজা সালমান শাহ। শুধু অভিনয় নয়, টেকনিক্যাল কাজ শেখার প্রতি তাঁর আগ্রহ দেখে আমি অবাক হতাম। দেখেন কীভাবে ছাতা হাতে আমাকে ছায়া দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আজও হৃদয়ে তুমি।’
ছবি: সংগৃহীত
৫ / ৯
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, ‘আপনার কোটি কোটি ভক্ত এখনো আপনাকে আকাশের ঠিকানায় চিঠি লিখে। আপনি কি সেই চিঠিগুলো পড়েন? আপনি কি জানতে পারেন, এখনো তাঁরা আপনাকে কতটা ভালোবাসে? যেখানেই থাকেন, ভালো থাকেন, অসংখ্য মানুষের প্রিয় নায়ক সালমান শাহ। অতল শ্রদ্ধা এবং অফুরন্ত ভালোবাসা।’
ছবি: সংগৃহীত
৬ / ৯
অমর নায়ক সালমান শাহর স্টাইল, কথাবার্তা, চলন, হাসি, রুচিবোধ সবকিছুতেই যেন রাজত্বের ছাপ। এফডিসিতে যাঁরা তাঁকে কাছ থেকে দেখেছেন, তাঁরা সবাই বলেন, মানুষ হিসেবেও তাঁর তুলনা তিনি নিজেই। প্রিয় মানুষ নিয়ে বেশি লেখা যায় না; শব্দগুলো দীর্ঘশ্বাসের মতো কেমন যেন ভারী হয়ে আসছে। তবে এই মুহূর্তে একটি গানের কথা বেশ মনে পড়ছে, ‘ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো।’ তাঁর উদ্দেশে আমার এই ভালোবাসাও আকাশের পানে ছুড়ে দিলাম। তাই বলছি, প্রিয় সালমান শাহ; যেখানেই থাকুন, আমাদের ভালোবাসা নেবেন। লিখেছেন বাপ্পী চৌধুরী।
ছবি: সংগৃহীত
৭ / ৯
দুই ছেলেকে নিয়ে সালমান শাহর কবর জিয়ারত করতে সিলেটে গিয়েছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। পোস্টে লিখেছেন, ‘যেখানে চিরনিদ্রায় শায়িত সালমান শাহ। আপনার জন্য অনেক অনেক দোয়া।’
ছবি: সংগৃহীত
৮ / ৯
ঢালিউড নায়ক নিরব ছবিটি পোস্ট করে সালমান শাহর প্রতি ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘৯০ দশকে আপনি চলচ্চিত্রে এসেছিলেন হ্যালীর ধূমকেতুর মতো! সিনেমাতে এলেন, দেখলেন, জয় করলেন। পর্দায় পোশাক-পরিচ্ছেদ, সংলাপ বলার ধরন, অভিনয় দক্ষতা সবকিছু মিলিয়ে একজন দর্শক হিসেবে আমার মনে স্থান করে নিতে সময় লাগেনি। মৃত্যুর ২৫ বছর পরেও বাংলা সিনেমার সর্বসেরা 'রোমান্টিক হিরো'দের তালিকায় আপনার স্থান ওপরে।’
ছবি: সংগৃহীত
৯ / ৯
তরুণ চিত্রনায়ক সিয়াম আহমেদ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘পুরো প্রজন্মের নায়ককে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ।’
ছবি: সংগৃহীত