অমর নায়ক সালমান শাহর স্টাইল, কথাবার্তা, চলন, হাসি, রুচিবোধ সবকিছুতেই যেন রাজত্বের ছাপ। এফডিসিতে যাঁরা তাঁকে কাছ থেকে দেখেছেন, তাঁরা সবাই বলেন, মানুষ হিসেবেও তাঁর তুলনা তিনি নিজেই। প্রিয় মানুষ নিয়ে বেশি লেখা যায় না; শব্দগুলো দীর্ঘশ্বাসের মতো কেমন যেন ভারী হয়ে আসছে। তবে এই মুহূর্তে একটি গানের কথা বেশ মনে পড়ছে, ‘ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো।’ তাঁর উদ্দেশে আমার এই ভালোবাসাও আকাশের পানে ছুড়ে দিলাম। তাই বলছি, প্রিয় সালমান শাহ; যেখানেই থাকুন, আমাদের ভালোবাসা নেবেন। লিখেছেন বাপ্পী চৌধুরী।ছবি: সংগৃহীত