মাল্টিপ্লেক্সে ‘সুড়ঙ্গ’, সিঙ্গেল হলে ‘প্রিয়তমা’র দাপট

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা প্রিয়তমা ছবিতে শাকিব খান ও ইধিকা পাল
ছবি: সংগৃহীত

মাল্টিপ্লেক্সসহ দেশের ১৭১ হলে মুক্তি পেয়েছে ঈদের পাঁচটি ছবি। ছবিগুলো হলো ‘প্রিয়তমা, ‘সুড়ঙ্গ’, ‘ক্যাসিনো, ‘প্রহেলিকা’ও ‘লাল শাড়ি’। তবে মুক্তির প্রথম দিন থেকেই দর্শক আলোচনায় এগিয়ে আছে ‘প্রিয়তমা’ও ‘সুড়ঙ্গ’। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকের আলোচনা ও দেশের নানা প্রান্তে খোঁজ নিয়ে জানা গেছে, সিঙ্গেল হলে ‘প্রিয়তমা’ এবং ‘সুড়ঙ্গ’ মাল্টিপ্লেক্সে এগিয়ে আছে প্রথম দুই দিনে।

আরও পড়ুন

ঈদের আনন্দ ভাগাভাগি করতে বৃষ্টিবাদল মাথায় নিয়েই দর্শকেরা ছুটছেন হলে হলে।
ঈদের দ্বিতীয় দিন এসে মাল্টিপ্লেক্সের মধ্যে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলে আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ ছবির শোর সংখ্যা বেড়েছে। অন্যদিকে ‘প্রিয়তমা, ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’র শো অপরিবর্তিত আছে।

প্রথমে ‘সুড়ঙ্গ’ ছবির শোর সংখ্যা ছিল ১৮। দর্শকের চাহিদার কারণে দ্বিতীয় দিন থেকে শোর সংখ্যা বাড়িয়ে এক ধাপে ৩০ করা হয়েছে।

‘সুড়ঙ্গ’ সিনেমায় আছেন তমা মির্জা ও আফরান নিশো
ছবি : সংগৃহীত

‘প্রিয়তমা’ ছবির সব শাখা মিলে আটটি শো অপরিবর্তিত আছে। এ ব্যাপারে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘মুক্তির আগে থেকে আমরা “সুড়ঙ্গ” ছবিটির বেশি সাড়া পাচ্ছিলাম। টিকিটের জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল। প্রথমে সব শাখা মিলে “সুড়ঙ্গ”র মোট শো ছিল ১৮টি। আগাম টিকিট ছাড়ার পর দর্শকের চাহিদার কারণে এখন সব শাখা মিলে ৩০টি শো করা হয়েছে। “সুড়ঙ্গ”র দর্শক চাহিদার কারণে আমাদের সব শাখার হলিউডের সিনেমার শিডিউল বাতিল করে “সুড়ঙ্গ”র শো বাড়ানো হয়েছে। তবে “প্রিয়তমা” ছবির আটটি শো অপরিবর্তিত আছে।’

মেজবাহ উদ্দিন আরও বলেন, ‘গত বছর থেকে বাংলা সিনেমা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। গত বছর মুক্তি পাওয়া “পরাণ” ও “হাওয়া” ছবি দুটি দর্শককে নতুন করে হলে টেনেছে। ভালো ব্যবসাও হয়েছে। গত দুই দিনে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, তাতে “সুড়ঙ্গ” ছবিটি আরেকটা “পরাণ” বা “হাওয়া” হতেও পারে। সেই আভাসই পাচ্ছি। পাশাপাশি “প্রিয়তমা”, “প্রহেলিকা” ছবির শোগুলোও ভালো যাচ্ছে।’

‘প্রহেলিকা’ ছবির দুটি গানের শুটিংয়ে মাহফুজ আহমেদ ও বুবলী
ছবি : পরিচালকের সৌজন্যে

এই কর্মকর্তা জানালেন, স্টার সিনেপ্লেক্সে ‘সুড়ঙ্গ’ ছবির আগামী দুই দিনের সব টিকিট সোল্ড আউট। পাশাপাশি ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’ ছবির আজকের সব টিকিট প্রায় শেষ। টিকিট বিক্রির চাপে স্টার সিনেপ্রেক্সের অনলাইন সার্ভারে ঢুকতে টিকিটপ্রত্যাশীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

‘ক্যাসিনো’র গান ‘ইশারা’য় নিরব ও বুবলী
ছবি: ভিডিও থেকে নেওয়া

‘সুড়ঙ্গ’ ছবির পরিচালক রায়হান রাফীর সঙ্গে আজ শুক্রবার দুপুরে যখন কথা হয়, তখন তিনি বসুন্ধরা সিনেপ্লেক্সে অবস্থান করছিলেন। রাফী প্রথম আলোকে বলেন, ‘গত বছর এই ঈদেই “পরাণ” মুক্তি পেয়েছিল। প্রথম দিকে ছবিটি নিয়ে দর্শকের খুব বেশি উন্মাদনা ছিল না। হল বেড়েছে পরে। কিন্তু “সুড়ঙ্গ” ছবির দর্শক চাহিদা প্রথম দিন থেকেই। তাই দ্বিতীয় দিন থেকেই হলিউডের ছবির সব শিডিউল বাতিল করে “সুড়ঙ্গ”র শো ৩০টি করা হয়েছে। বাংলা ছবির জন্য শোর দিক থেকে সিনেপ্লেক্সে এটি রেকর্ড। আমার জানামতে, স্টার সিনেপ্লেক্সে সব শাখায় “সুড়ঙ্গ”র আগামী দুই দিনের টিকিট সোল্ড আউট।’

অন্যদিকে দেশের বিভিন্ন জায়গায় একক প্রেক্ষাগৃহগুলোতে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের ‘প্রিয়তমা’ এগিয়ে চলেছে। তবে কোনো কোনো জায়গায় টানা বৃষ্টির কারণে দর্শক কিছুটা কম হচ্ছে। রংপুরের শাপলা ও ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে চলছে ‘প্রিয়তমা’। হল দুটির পরিচালক কামাল হোসেন বলেন, ‘এই দুটি হলে প্রতিদিন “প্রিয়তমা” ছবির পাঁচটি করে শো চলছে। ঈদের দিন ছায়াবাণীতে সন্ধ্যা ও রাতের শো হাউসফুল হয়েছে। শাপলাতেও সন্ধ্যার শো হাউসফুল ছিল। দিনের প্রথম শোগুলোতে বৃষ্টির বাধা ছিল। আজ দ্বিতীয় দিন কিছুটা দর্শক বেড়েছে। টানা বৃষ্টির কবলে না পড়লে ছবিটি থেকে ভালো প্রত্যাশা আছে হলমালিকদের।’

লাল শাড়ি সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক
ছবি: ফেসবুক

যশোরের মণিহার হলেও ‘প্রিয়তমা’ চলছে। আজ বিকেলে এর ব্যবস্থাপক তোফাজ্জেল হোসেন বলেন, বৃষ্টিতে দর্শক আসতে একটু সমস্যা হচ্ছে। ছবিটির ভালো সাড়া আছে। বৃষ্টির সমস্যা না হলে সামনের দিনগুলোতে আরও বাড়বে দর্শক।
ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ ১০৭ হলে, ‘সুড়ঙ্গ’ ২৮, ‘ক্যাসিনো’ ১৬, ‘লাল শাড়ি’ ১২ ও ‘প্রহেলিকা’ ৮ হলে মুক্তি পায়।