গোপনে দেশ ত্যাগের কী আছে! ফেসবুকে লিখেছেন শাবনূর

শাবনূরছবি: ফেসবুক

তিন বছর পর এবার ঢাকায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিন বিরতির পর সিনেমায় নাম লেখান তিনি; সিনেমার মহরতেও দেখা গেছে শাবনূরকে। ঢাকায় আসার মাস তিনেক পর সিডনিতে ফিরে যান শাবনূর। একমাত্র পুত্র আইজানকে নিয়ে দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন এই অভিনেত্রী।

সিডনি ফেরা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর দেখে চটেছেন তিনি। আজ রোববার এক ফেসবুক পোস্টে শাবনূর লিখেছেন, ‘আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি, কবে ফিরব, সেটা জানেন না কেউ। চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকেরা। তারা রংঢং মাখিয়ে আরও কত কিছু রটাচ্ছে।’

আরও পড়ুন
শাবনূর
ছবি : সংগৃহীত

শাবনূর লিখেছেন, ‘দেশের প্রায় সবাই জানেন, আমি এবং আমাদের পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করি। আমার ছেলে এখনে স্কুলে পড়াশোনা করে। কোনো দরকার হলে কিংবা ছুটিতে দেশে ঘুরতে আসি, আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়া ফিরে যাই। তাই আমাকে কি ঢাকঢোল পিটিয়ে বলতে হবে কখন দেশে আসব বা কখন দেশ ছাড়ব? এখানে গোপনে দেশ ত্যাগের কী আছে? আমি প্রায় তিন সপ্তাহ পূর্বেই অস্ট্রেলিয়া চলে এসেছি।’
এবার ঢাকায় আসা শাবনূরের কাছ থেকে যে তিনটি চলচ্চিত্রে অভিনয়ের খবর পাওয়া গেছে, সেগুলো হলো ‘মাতাল হাওয়া’, ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’। এর মধ্যে প্রথম চলচ্চিত্রটির পরিচালনা করার কথা চয়নিকা চৌধুরীর। অন্য দুটির পরিচালক হিসেবে আরাফাত হোসাইন নামের তরুণ পরিচালকের নাম এসেছে।

আরও পড়ুন

শাবনূরের ভাষ্যে, ‘যে ছবির মহরত হয়েছে, সেটার শুটিং সময়মতোই হবে। আমার অস্ট্রেলিয়া ফিরে আসার কারণ ও সময় নেওয়ার বিষয়ে সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা অবগত আছেন। আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আপনারা কোনো গুজবে বা ভুয়া খবরে বিভ্রান্ত হবেন না। কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে বা অন্য কোনো সিনেমার আপডেট থাকলে আমিই আপনাদেরকে সময়মতো জানাব।’

আরও পড়ুন