‘প্রযোজক খুশি থাকলে আমিও শিল্পী হিসেবে অবশ্যই খুশি’

সামিনা বাসার। ছবি: ফেসবুক

‘প্রযোজক হচ্ছেন শিল্পীদের অভিভাবক। একজন প্রযোজক ছাড়া কখনোই সিনেমা নির্মাণ করা সম্ভব নয়। আর সেই সিনেমা যখন দর্শক দেখেন, লগ্নি টাকা প্রযোজক ফিরে পান, তখনই প্রযোজক খুশি থাকেন। আর প্রযোজক খুশি থাকলে আমি শিল্পী হিসেবে অবশ্যই খুশি।’ কথাগুলো বললেন তরুণ অভিনেত্রী সামিনা বাসার। গত ঈদুল ফিতরে তাঁকে জ্বীন-২ সিনেমায় দেখা গেছে। এবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন।

সামিনা জানালেন, ‘জ্বীন-২’ সিনেমার সাফল্যের পরেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমা নিয়ে তেমন কিছু না জানানো নিষেধ। এটুকু জানালেন, যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। এখানে থাকবেন দুই দেশের অভিনয়শিল্পীরা। পুরো শুটিং হবে ঢাকায়। বর্তমানে প্রি-প্রোডাকশনে কাজে ব্যস্ত।

সামিনা বাসার। ছবি: ফেসবুক

সামিনা বলেন, ‘আমার অল্প সময়ের ক্যারিয়ার। নাটক দিয়ে শুরু করেছিলাম। এখন বড় পর্দায় অভিনয় করছি। প্রথম সিনেমার পরে দ্বিতীয় সিনেমা জ্বীন-২–তে অভিনয় করলাম। সিনেমাটি ব্যবসা সফল হয়েছে। দর্শকদের রিভিউ ভালো। সেই সিনেমা দেখে যখন প্রযোজক ও পরিচালক আমাকে খুঁজে পরবর্তী সিনেমার জন্য চুক্তিবদ্ধ করান, তখন মনে হয় হয়তো আমি সঠিক পথেই আছি। জ্যাজ মাল্টিমিডিয়ার কাছে কৃতজ্ঞতা। সিনেমাটিতে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তারাই নতুন এই সিনেমাটি ডিস্ট্রিবিউশন করবে।’

সামিনা বাসার। ছবি: ফেসবুক

এর আগে গত বছর ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় দিয়ে বড় পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করেছিলেন দীপংকর দীপন। সামিনা জানালেন, এখন তাঁর ইচ্ছা নিয়মিত সিনেমায় অভিনয় করে যাওয়া। ‘জ্বীন-২’ সিনেমার পরে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছাড়া আরও আগে চুক্তিবদ্ধ হয়েছেন ‘বারুদ’ নামে আরও একটি সিনেমায়। এই বছরই সিনেমাটির শুটিং হওয়ার কথা।

যৌথ প্রযোজনার সিনেমাটির কবে শুটিং শুরু হবে জানতে চাইলে সামিনা বলেন, ‘আমরা এখনো সিনেমাটির মধ্যেই রয়েছি। চিত্রনাট্য নিয়ে কাজ করতে হচ্ছে। সামনে নিয়মিত রিহার্সাল হবে। সিনেমাটি থ্রিলার ও রোমান্টিক। একটা চাকরিজীবী নারীর চরিত্রে আমাকে দেখা যাবে। সেই চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার বাস্তব জীবনের বেশ কিছু অভিজ্ঞতা এখানে কাজে লাগাচ্ছি। মনে হচ্ছে, এবার সব মিলিয়ে দারুণ একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে।’

সামিনা বাসার। ছবি: ফেসবুক