অকালে মারা গেলেন ‘আদম’ পরিচালক হিরণ

‘আদম’ সিনেমা নির্মাণ করে পরিচিতি পেয়েছিলেন তরুণ নির্মাতা আবু তাওহীদ হিরণছবি: কোলাজ

‘আদম’ সিনেমা নির্মাণ করে পরিচিতি পাওয়া তরুণ নির্মাতা আবু তাওহীদ হিরণ মারা গেছেন। ঢাকার মগবাজারের ফ্ল্যাটে আজ সোমবার সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে তাঁকে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর খবর পেয়ে পরিচালক বন্ধন বিশ্বাস, ডিরেক্টরস গিল্ডের নেতা কামরুজ্জামান সাগরসহ আরও অনেকে হিরণের বাসায় ছুটে গেছেন। আজ সকালে নির্মাতা আবু তাওহীদ হিরণের নম্বরে কল করলে রিসিভ করেন কামরুজ্জামান সাগর।

আবু তাওহীদ হিরণ
ছবি: সংগৃহীত

তিনি প্রথম আলোকে বলেন, আজ ভোরে বাসার নিরাপত্তারক্ষীকে ফোন করে হিরণ জানান, তিনি স্ট্রোক করেছেন। এরপর দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে নিথর অবস্থায় পাওয়া গেছে হিরণকে।

মরদেহ এখন মগবাজারের বাসাতেই রয়েছে। এই ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। হিরণের গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে।
‘রং রোড’ নামে আরেকটি সিনেমা নির্মাণ করছিলেন হিরণ; ছবিটি মুক্তির অপেক্ষায় ছিল।

আরও পড়ুন