দুর্দান্ত এক বছর কাটাচ্ছেন। চলতি বছর তাঁকে নতুন রূপে দেখেছেন দর্শকেরা। তিনি নুসরাত ফারিয়া। আজ অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য।
১ / ৫
নুসরাত ফারিয়া নিজে বাণিজ্যিক সিনেমার ভক্ত। আগে এ ধরনের সিনেমাতেই বেশি দেখা গেছে তাঁকে। তবে চলতি বছর তিনি চমকে দিয়েছেন ‘পাতালঘর’ দিয়ে। চরকিতে মুক্তি পাওয়া এই ওয়েব ফিল্মে তাঁকে দেখা ভিন্নধর্মী চরিত্রে। এ ছাড়া বছরের শুরুর দিকে জি ফাইভে মুক্তি পাওয়া ‘ভয়’ সিনেমাতেও তাঁকে স্কুলশিক্ষিকার চরিত্রে দেখেছিলেন দর্শকেরা
ফেসবুক থেকে
আরও পড়ুন

বাংলাদেশের ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবেন কম: নুসরাত ফারিয়া

২ / ৫
চলতি বছর তিন গানে তাঁর গ্ল্যামারাস লুক চমকে দিয়েছে ভক্তদের। গত পবিত্র ঈদুল ফিতরে ফারিয়া হাজির হন নিজের গান ‘বুঝি না তো তাই’ নিয়ে। দুর্দান্ত নাচ আর আবেদনময়ী লুকে ফারিয়াকে দেখা যায় গানটিতে। এ ছাড়া গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গান ‘কলিজা আর জান’-এ তাঁর দুর্দান্ত নাচ দেখে হলে নেচেছেন দর্শকেরা। সর্বশেষ জি ফাইভে মুক্তি পাওয়া রাজ চক্রবর্তীর সিরিজ ‘আবার প্রলয়’-এর আইটেম গান ‘মেনোকা’তেও বাজিমাত করেন ফারিয়া
ফেসবুক থেকে
৩ / ৫
চলতি বছরের কাজগুলো নিয়ে ফারিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পেশাগতভাবে বছরটা আমার দারুণ কাটছে। তবে বছরটা অনেক কঠিনও ছিল। ব্যক্তিজীবনে আমার নয় বছরের সম্পর্ক ভেঙে গেছে। নানিকে হারিয়েছি। তারপরও দারুণভাবে টিকে আছি। পরিবার সব সময় আমার পাশে ছিল’
ফেসবুক থেকে
৪ / ৫
কিছুদিন আগেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারিয়া জানিয়েছেন, বাংলাদেশি পরিচালকেরা তাঁকে নিয়ে সেভাবে ভাবেন না। আশা করা যায়, ‘পাতালঘর’-এর ফারিয়াকে দেখার পর তাঁকে বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে ভাববেন নির্মাতারা। ফেসবুক থেকে
৫ / ৫
চলতি বছর কলকাতায় ‘রকস্টার’সহ অভিনেত্রীর কয়েকটি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এ ছাড়া দেশেও কয়েকটি প্রজেক্টে কাজ করছেন তিনি। ফেসবুক থেকে