‘তুফান’ সিনেমায় চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরীছবি: ফেসবুক

কয়েক দিন ধরেই গুঞ্জনটা ছড়িয়েছিল; ‘তুফান’ সিনেমায় চঞ্চল চৌধুরী অভিনয় করছেন। বিষয়টি নিয়ে চর্চার মধ্যেই মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে চরকি নিশ্চিত করেছে, ছবিতে একটি বিশেষ চরিত্রে থাকছেন এই জনপ্রিয় অভিনেতা।
গত বছরের শেষভাগে ঘটা করে এই সিনেমার ঘোষণা দিয়েছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। রায়হান রাফি পরিচালিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শাকিব খান। শাকিবের বিপরীতে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও ঢাকার অভিনেত্রী নাবিলা।

আরও পড়ুন

সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে। এর মধ্যেই চঞ্চল চৌধুরীর অভিনয়ের খবর প্রকাশ্যে এলো। চঞ্চল বলেন, ‘“তুফান” সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। রায়হান রাফি এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। সেই সঙ্গে শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটা একদম অন্য রকম। তাঁদের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এত বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্যই ভালো কিছুই হবে।’
এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকির আরেক সিনেমা ‘দম’-এর মূল চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। ছবিটি পরিচালনা করবেন রেদওয়ান রনি।

চঞ্চল চৌধুরী
ছবি: ফেসবুক থেকে

‘তুফান’–এর পরিচালক রায়হান রাফি বলেন, ‘চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা। “তুফান”-এ শাকিব ভাইয়ের সঙ্গে সঙ্গে তাঁকে পাওয়াটা আমার জন্য আনন্দের।’
এসভিএফর ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি বলেন, ‘চঞ্চল চৌধুরীর সঙ্গে আগে ওটিটি কনটেন্টে কাজ হয়েছে। অনেক দিন ধরে তাঁকে নিয়ে বড় পর্দায় কাজ করার পরিকল্পনা ছিল। আমি নিশ্চিত তিনি “তুফান”কে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবেন।’
আলফা-আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন,  ‘“তুফান”–এ শাকিব খান অন্যরকম, সম্পূর্ণ ভিন্নরূপে ধরা দেবেন দর্শকদের সামনে। এমন একটি শক্তিশালী চরিত্রের বিপরীতে পাল্লা দিয়ে অভিনয় করতে পারেন এমন একজন শক্তিমান অভিনেতা দরকার ছিল আমাদের। আমি মনে করি, চঞ্চল ভাইয়ের কারণে চরিত্রটির প্রতি জাস্টিস হবে, তাই “তুফান”–এ উনার সম্পৃক্ততা।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চঞ্চল ভাইকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি আমাদের জন্য গর্ব। দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও তাঁর কাজের সুখ্যাতি রয়েছে। তাঁর সঙ্গে আমার বেশ কিছু কাজের অভিজ্ঞতা হয়েছে। “তুফান” সিনেমায় তাঁর এই উপস্থিতি অন্য রকম মাত্রা যোগ করবে বলে আমি মনে করি।’

আরও পড়ুন