রথি বললেন, ‘৩০ বছরে নায়কের সঙ্গে দুইবার ফোনে কথা হয়েছে’

১৯৯৩ সালের ১ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অবুঝ দুটি মন’ ছবিটি। মোহাম্মদ হোসেন পরিচালিত এই ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে আমিন খান ও কানিজ রাবেয়া রথির। সেই সময়ের কথা মনে করে রোববার কয়েকটি পেপার কাটিং ও স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন ছবির নায়িকা, যেখানে তিনি ট্যাগ করেছেন ছবির নায়ক আমিন খানকেও। ক্যাপশনে লিখেছেন, ‘আজ “অবুঝ দুটি মন”-এর ৩০ বছর’
১ / ১০
‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছিলাম। সকালে মোবাইল হাতে নেওয়ার পর মেমোরিতে এসেছে। তাই সবার সঙ্গে ভালো লাগার সময়টা শেয়ার করলাম। ফেসবুক পোস্টের সূত্র ধরে কথা হয় রথির সঙ্গে। তিনি বললেন, ‘কীভাবে যে এত বছর পার হয়ে গেছে, টেরই পেলাম না। মনে হচ্ছে, এই তো সেদিন’
ছবি : সংগৃহীত
২ / ১০
আপনার ছবির নায়ক আমিন খানও তো এখন সিনেমায় নিয়মিত নন। তাঁর সঙ্গে কথা হয় কী? এমন প্রশ্নে রথি বললেন, ‘ফেসবুকে ছবিগুলো ট্যাগ করার পরই আমিন ভাই ফোন করেছিলেন। কত দিন পর তাঁর সঙ্গেও কথা হলো। ওই সময়ের অনেক স্মৃতিচারণা করলাম দুজনে। ছবির ছাড়ার পর ৩০ বছরে নায়কের সঙ্গে দুইবার ফোনে কথা হয়েছে।’
ছবি : সংগৃহীত
আরও পড়ুন
৩ / ১০
‘আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী’ নির্বাচিত হন কানিজ রাবেয়া রথি। এরপরই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান তিনি। ফটোসুন্দরী নির্বাচিত হওয়ার পর ব্যান্ড তারকা জেমসের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁর। ‘অবুঝ দুটি মন’ মুক্তির বছর দুয়েক আগে, ১৯৯১ সালের ১৭ নভেম্বর তাঁরা বিয়ে করেন। ২০০৩ সালে তাঁদের সংসারটাও ভেঙে যায়। সেই সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে
ছবি : সংগৃহীত
৪ / ১০
নব্বইয়ের দশকে ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে সুভাষ দত্তের ‘আগমন’ ছবিতে অভিনয় করেন রথি। এই ছবিতে অভিনয়ের সময় তিনি স্কুলে পড়তেন। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘অবুঝ দুটি মন’ ছবিটি রথিকে বাংলাদেশের আনাচকানাচে পরিচিতি এনে দেয়। ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রের ১৫ দিনের শুটিং করেন ব্যাংককে
ছবি : সংগৃহীত
৫ / ১০
মা রথির সেলফিতে ছেলে আবরার আলভী দানিশ ও মেয়ে জান্নাতুল ফেরদৌস। ছবি: সংগৃহীত
৬ / ১০
‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রের প্রথম দিনের শুটিং করেছিলেন ঢাকার উত্তরার একটি শুটিংবাড়িতে। প্রথম দিনেই ছবির প্রথম দৃশ্যের শুটিং করেন তিনি
ছবি : সংগৃহীত
৭ / ১০
চলচ্চিত্রজগতে রথি পরিচিত ছিলেন চাঁদনী নামে। ‘অবুঝ দুটি মন’ মুক্তির পর চাহিদা থাকা সত্ত্বেও আর দেখা মেলেনি কোনো সিনেমায়
ছবি : সংগৃহীত
৮ / ১০
ব্যাংককের কোরাল আইল্যান্ডে ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রের শুটিংয়ে রথি। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট রথি। গ্রামের বাড়ি যশোরে হলেও বেড়ে ওঠা ও পড়াশোনা করেছেন ঢাকায়। বাবা ও মায়ের পরিবারের মা ছাড়া আর কেউই বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন না। মা পাকিস্তান রেডিও ও টেলিভিশনে গান গাইতেন
ছবি : সংগৃহীত
৯ / ১০
মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রের ‘পৃথিবীটা যেন এক প্রেমনগর’ গানের শুটিংয়ের ফাঁকে পাতায়াতে চিত্রনায়িকা রথি, রথির মা রোজিনা মনসুর, নৃত্য পরিচালক মাসুম বাবুল (পেছনে ক্যাপ পরিহিত) এবং আমিন খান (ডানে)
ছবি : সংগৃহীত
১০ / ১০
‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া ‘পৃথিবীটা যেন এক প্রেমনগর’ গানের শুটিংয়ের ফাঁকে পাতায়াতে চিত্রনায়িকা রথি ও আমিন খান। নায়িকা জানালেন, দুটি গান ও বেশ কয়েকটি দৃশ্যের শুটিং করতে তাঁরা দুই সপ্তাহ ব্যাংককে ছিলেন
ছবি : সংগৃহীত